shono
Advertisement
Howrah

হাওড়া আদালত চত্বর থেকে চম্পট ধর্ষণে অভিযুক্তর, ২ পুলিশকর্মীকে শোকজ

তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে হাওড়া জেলা পুলিশ।
Published By: Sayani SenPosted: 08:09 PM Mar 26, 2025Updated: 08:09 PM Mar 26, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: আদালত থেকে চম্পট দিল পকসো মামলায় অভিযুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। সে কারণে দুই পুলিশকর্মীকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে হাওড়া জেলা পুলিশ।

Advertisement

সম্প্রতি গোলাবাড়ি এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ বিহারের বেগুসরাই থেকে বছর বাইশের বলরাম কুমারকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ ও পকসো মামলা রয়েছে। বুধবার ধৃত বলরামকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত ছিল। তা সত্ত্বেও নিরাপত্তার ফাঁক গলে পালিয়ে যায় বলরাম।

কীভাবে আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামি, স্বাভাবিকভাবে তা নিয়ে প্রশ্ন ওঠে। কোথায় পালিয়ে গেল- তা এখনও স্পষ্ট নয়। বলরামের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা। অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীকে শোকজ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ধৃত বলরামেরও খোঁজ শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদালত থেকে চম্পট দিল পকসো মামলায় অভিযুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা।
  • সে কারণে দুই পুলিশকর্মীকে শোকজ করা হয়েছে।
  • তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে হাওড়া জেলা পুলিশ।
Advertisement