দেবব্রত মণ্ডল, বারুইপুর: মাঝেমধ্যেই দেওয়া হত কুপ্রস্তাব। সাড়া না দেওয়ায় কিশোরীকে ভয় দেখানোও হত বলে অভিযোগ। শেষপর্যন্ত ওই কিশোরীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর কেউ জড়িয়ে আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি বেশ কয়েক দিন আগের। ওই এলাকারই প্রতিবেশীর আত্মীয় রেজাউল শেখ। সেই সূত্রে কিশোরীর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল তার। রেজাউল শেখ বিভিন্ন সময় ওই কিশোরীকে উত্যক্ত করত বলে অভিযোগ। ৩০০ টাকা রোজে কোনও কাজের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সেই বিষয়ও ভালো চোখে নেয়নি সে। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময় উত্যক্ত করার ঘটনাও ক্রমে বাড়ছিল বলে অভিযোগ। কোনও প্রস্তাবেই সাড়া দেয়নি ওই কিশোরী।
দিন কয়েক আগে দুপুরে বাড়িতে থাকাকালীন স্নানে গিয়েছিল ওই কিশোরী। সেসময় তার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে ওই কিশোরীর নগ্ন ছবি তোলা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন জানতে পেতে থানায় যাওয়ায় কথা বলেন। সেসময় তাঁদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দেওয়া হয়। ওই ছবি আশপাশের লোকজনও দেখে ফেলে। গুঞ্জন ছড়ায় এলাকায়। ওই কিশোরী আগেও ওই যুবকের হাতে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত ওই পরিবার মঙ্গলবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে। ধৃতকে জেরা করে ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে আছে, জানার চেষ্টা করছে পুলিশ। ওই কিশোরীর বাবা-মা বারুইপুর স্টেশনে ফল বিক্রি করেন। ঘটনায় তাঁরাও আতঙ্কে রয়েছেন।