স্টাফ রিপোর্টার: দুর্গাপুজোর পর কালীপুজোতেও (Kali Puja 2022)কি বৃষ্টি? বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ১৫ অক্টোবর প্রথম এবং ২০ অক্টোবর দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আর তার জেরেই ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
সাগরেও তৈরি সাইক্লোন হতে পারে। তবে এখনই সে বিষয়ে কোনও সতর্কবার্তা দেয়নি আলিপুরের হাওয়া অফিস। জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত এই সময় হতেই থাকে। তবে তার প্রভাব কতখানি এখানে পড়বে, তা এখনও বলা সম্ভব নয়। তবে আপাতত বর্ষা (Monsoon) বিদায়ের কোনও সম্ভাবনা রাজ্যে নেই বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট স্বামীর! অপমানে আত্মঘাতী বধূ]
উল্লেখ্য, অন্যান্যবার ১২ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার তা হচ্ছে না। ফলে বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং করতে পারে বর্ষা, এমনটাই মনে করছেন অনেকে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। গরমের রেশ চলবে বলেই খবর। অক্টোবর-নভেম্বর যেহেতু ঘূর্ণিঝড়ের মাস। তাই এই সময়ে ঘূর্ণাবর্ত তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও থেকে যায়।
এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে। বুধবারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সবথেকে চিন্তা বাড়াচ্ছে কালীপুজোর সময় সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘কালীপুজোয় বৃষ্টি হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। তবে বর্ষা আগামী কয়েকদিনের মধ্যে বিদায় নেবে না।”