shono
Advertisement

কাজ সেরে খেতে যাওয়ার পথে গাড়ির ধাক্কা, উত্তরপ্রদেশে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

ফরাক্কার বাড়িতে রবিবারই এসে পৌঁছেছে তাঁর দেহ।
Posted: 05:36 PM Sep 03, 2023Updated: 05:59 PM Sep 03, 2023

শাহজাদ হোসেন, ফরাক্কা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Labourer)। পথদুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের ফরাক্কার শ্রমিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম প্রতুল মণ্ডল, বয়স ৩৩ বছর। বাড়ি ফরাক্কার (Farakka)বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়ায়। শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া।

Advertisement

শোকে বিপর্যস্ত মৃতের পরিবার।

ফরাক্কার বেনিয়াগ্রাম সিংহপাড়ার যুবক প্রতুল মণ্ডল। এপ্রিল মাসে প্রতুল রাজমিস্ত্রির কাজে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে যান। বৃহস্পতিবার দুপুরে কাজ শেষ করে খাবার খেতে আসছিলেন। সেসময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন প্রতুল। তাঁকে উদ্ধার করে গাজিয়াবাদ হাসপাতালে ভরতি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু (Death) হয় প্রতুল মণ্ডলের। সেই খবর এসে পৌঁছয় ফরাক্কার বাড়িতে।

[আরও পড়ুন: সিটি সেন্টারের হোটেল থেকে ঝাঁপ, আত্মঘাতী বেসরকারি সংস্থার কর্মী]

মৃত যুবকের ভাই পরিমল মণ্ডল জানান, ”আমরা চার ভাই ও এক বোন। প্রতুল সবচেয়ে বড়। এখানে কোনও কাজ না পেয়ে দাদা রাজমিস্ত্রির কাজে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ যান। দুর্গাপুজোর সময় বাড়ি ফিরে আসার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে গাজিয়াবাদে কাজ করে খাবার খেতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দাদা গুরুতর জখম হয়েছিল। হাসপাতালে ভরতি করা হয়েছিল। শনিবার ভোরে হাসপাতালে দাদার মৃত্যু হয়েছে।” গাজিয়াবাদ (Ghaziabad) হাসপাতালে প্রতুল মণ্ডলের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। রবিবার মৃতদেহ ফরাক্কার বাড়িতে পৌঁছয়। বাড়ির রোজগেরে সদস্য ছিলেন প্রতুল। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবার।

[আরও পড়ুন: হিন্দুত্বকে ঘৃণা করে ‘ইন্ডিয়া’, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যকে হাতিয়ার করে তোপ শাহ’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার