মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাইকে চেপে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে রেল সেতুর উপর সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল এক কিশোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শেখ সায়ের (১৭)। বাড়ি হাওড়ার রাজাপুর থানার বৃন্দাবনপুর দক্ষিণ পাড়ায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর ডিভিশনে কুলগাছিয়া মহিষরেখা সেতুর উপরে ডাউন লাইনে। বাগনান জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
[আরও পড়ুন: সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধেকই ভুয়ো! ১৪৪ কোটির স্কলারশিপ দুর্নীতির তদন্তে CBI]
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ বাইকে চেপে তিন কিশোর মহিষরেখা রেল সেতুর কাছে বেড়াতে আসে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তিনজন মিলে সেতুর নিচে বাইক রেখে উপরে চলে যায় এবং রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে। বিকেল পৌনে ৫টা নাগাদ ওই ৩ কিশোর রেল সেতুর ডাউন লাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ওই লাইনে চলে আসলে দুই কিশোর লাইন থেকে মুহূর্তে সরে যায়। কিন্তু শেখ সায়ের সরতে পারেনি। ট্রেনের ধাক্কায় ছিটকে সেতু থেকে নিচে পড়ার সময় সেতুতে আটকে ঝুলতে থাকে সে। প্রায় ২ ঘণ্টা পর বাগনান জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
মৃত কিশোরের খুড়তুতো দাদা শেখ মতিবুর জানান, “সায়ের সেলাই মেশিনের কাজ করত। রবিবার ছুটি ছিল। বিকেল ৩টে নাগাদ সায়ের তার দুই বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরে সন্ধেয় দুই বন্ধু বাড়ি ফিরে ট্রেন দুর্ঘটনায় সায়েরের মৃত্যুর খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে সায়েরকে রেল সেতু থেকে ঝুলতে দেখি।” অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জায়গাটা অপেক্ষাকৃত নির্জন হওয়ায় প্রতিদিন বিকেলে প্রচুর ছেলে সেখানে ঘুরতে আসে। তার মধ্যে অনেকেই সেতুর উপরে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলে বা রিলস বানায়। আজও সেইরকম সেলফি তোলার সময় ঘটে এই দুর্ঘটনা। অন্তত বিকালে এই জায়গায় রেল পুলিশের নজরদারি চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
