shono
Advertisement

মায়ের বকুনিতে অভিমানে ঘরছাড়া, অবশেষে বাড়ি ফিরল কিশোরী

সন্তানকে ফিরে পেয়ে খুশি পরিবার। The post মায়ের বকুনিতে অভিমানে ঘরছাড়া, অবশেষে বাড়ি ফিরল কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Mar 10, 2019Updated: 05:36 PM Mar 10, 2019

ধীমান রায়, কাটোয়া: অপরিচিতদের সহায়তায় বিপদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরল এক কিশোরী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানে ভাতার রেলস্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশের মধ্যস্থতায় রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ওই কিশোরীকে।

Advertisement

[রয়্যাল বেঙ্গলের খাবারে টান, বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনা হচ্ছে ৫০টি সম্বর]

বর্ধমানের দেওয়ানদিধি থানা এলাকার মালকিতা এলাকার বাসিন্দা দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী। জানা গিয়েছে, কিছুদিন আগে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। কিছুদিন কথাবার্তার পর তারা দেখা করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ওই যুবকের সঙ্গে দেখাও করে ওই নাবালিকা। জানা গিয়েছে, সারাদিন ওই যুবকের সঙ্গে বর্ধমান শহরে ঘোরা ফেরা করে। জানা গিয়েছে, এদিন এলাকার এক ব্যক্তি অপরিচিত এক যুবকের সঙ্গে ওই কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে ফেলেন। এরপর তিনিই ওই নাবালিকার মাকে গোটা ঘটনাটি জানান। এরপর মেয়েকে বকাবকি করেন ওই মহিলা। মায়ের বকুনিতে অভিমানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই কিশোরী। জানা গিয়েছে, এরপর সকাল থেকেই ভাতার স্টেশন সংলগ্ন এলাকায় ইতস্ততভাবে ঘোরাফেরা করছিল ওই কিশোরী। অন্যদিকে, এদিনই পরিবারের তরফে দেওয়ানদিঘি থানায় কিশোরীর নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

[ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি, বর্ধমানের জামালপুরে আক্রান্ত যুবক]

সূত্রের খবর, এদিন রাতে আচমকাই একটি মেয়ের আর্তনাদ শুনতে পান ভাতার স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা আশা সর্দার, লক্ষ্মী সর্দারেরা। তারা ঘর থেকে বেরিয়ে দেখেন, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে ওই কিশোরী। অভিযোগ, তাদের দেখেই ছুটে পালিয়ে যায় দুই যুবক। জানা গিয়েছে, রাত বাড়তেই ওই কিশোরীকে পিছু করছিল ওই যুবকেরা। এরপর ওই কিশোরীই গোটা ঘটনা জানান ওই মহিলাদের। ঘটনার বিবরণ শুনে কিশোরীকে নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন ওই মহিলারা। থানা তরফে কিশোরীর পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা তাকে বাড়ি নিয়ে যান।  

The post মায়ের বকুনিতে অভিমানে ঘরছাড়া, অবশেষে বাড়ি ফিরল কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement