Coronavirus: গত ২৪ ঘণ্টায় একধাক্কা অনেকটা কমল রাজ্যের সংক্রমণ, মৃত্যুশূন্য বাংলা

08:48 PM Aug 15, 2022 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে বাগে আসছে মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম।  তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। যা নিঃসন্দেহে আশার আলো। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৭৯ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৯ জন। হুগলি ও বীরভূমে সংক্রমিত যথাক্রমে ১৭ ও ১৫ জন করে। নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ বেশ কিছু জেলায় দৈনিক সংক্রমণ ১০ এর নিচে। বাঁকুড়া, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য। পজিটিভিটি রেট ৪.২৯ শতাংশ। 

[আরও পড়ুন: ছুটি না মেলায় স্ত্রী-সন্তানদের সময় দিতে পারেন না, অবসাদে ‘আত্মঘাতী’ গড়বেতার বিডিও]

রাজ্যের কোভিড গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই মুহূর্তে অ্যাকটিভ (Active cases) করোনা রোগীর সংখ্যা ৫২৯৯। তার মধ্যে মাত্র ১৫১ জন হাসপাতালে। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।  রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১,০১,৫৪৭। সুস্থ হয়ে উঠেছেন ২১,০২,৭৫৭ জন। মৃতের সংখ্যা ২১,৪২২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬২৯৪টি। 

Advertising
Advertising

করোনার বিরুদ্ধে লড়তে দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)। গত ২৪ ঘণ্টায় ১৩,৬৫৩ টি ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, প্রথম দুটি ডোজ কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের হলেও বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স (Corbevax) নেওয়া যাবে। ১৮ ঊর্ধ্বদের মধ্যে নতুন টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। 

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ‘উধাও’ রাজনীতির রং, সিপিএমের কার্যালয়ে তেরঙ্গা উত্তোলন TMC বিধায়কের]

Advertisement
Next