shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১১৮ জন, ঊর্ধ্বমুখী সুস্থতার হার

জলপাইগুড়িতে বাড়ছে সংক্রমণ।
Posted: 07:22 PM Jun 05, 2021Updated: 07:32 PM Jun 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের দিনের পর গত ২৪ ঘণ্টায় ফের সামান্য বাড়ল দৈনিক মৃত্যু। তবে এদিনও নিম্নমুখী কোভিড (COVID) গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭,৬৮২ জন।  একদিনে করোনাজয়ী ১৬ হাজারের বেশি রাজ্যবাসী। বেড়েছে সুস্থতার হারও। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ১,৬৬৪ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগেরদিনের তুলনায় একটু হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। দ্বিতীয় স্থানে কলকাতা। তবে নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৯৬ জন। বহুদিন পর গত ২৪ ঘণ্টায় কলকাতার দৈনিক সংক্রমণ আটশোরও কম। তৃতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে সংক্রমিত সেখানকার ৬৯২ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৪৮৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে ভয় বাড়াচ্ছে জলপাইগুড়ি। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১৯, ১৩০।

[আরও পড়ুন: ‘BJP যোগের সিদ্ধান্ত ভুল ছিল’, তৃণমূলে ফেরার আরজি মালদহ জেলা পরিষদের সদস্যার]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১৮ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ২৮ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। উল্লেখ্যযোগ্যভাবে দক্ষিণ ২৪ পরগনায় বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি হয়েছেন ১১ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ১৫২। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬, ১৪৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৩, ৫৮, ৫৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫. ৭৩ শতাংশ। 

[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর ফোন তৃণমূল নেতৃত্বের, খোঁজ নেয়নি বিজেপি, ‘অভিমানী’ প্রবীর ঘোষাল]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement