সৈকত মাইতি, তমলুক: সামান্য ২০০ টাকা নিয়ে বচসা। তার জেরেই আচমকা ক্রেতার গলায় ছুরি চালাল দোকানি। রীতিমতো রক্তারক্তি কাণ্ড হল পূর্ব মেদিনীপুরের ময়নার পানের দোকানে। আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ময়নার শ্রীকন্ঠা বাজারে পানের দোকান রয়েছে অভিযুক্ত গৌরের। সেই দোকানে প্রায় নিয়মিতই যেতেন মন্টু দাস। বৃহস্পতিবারও পান খেতে গিয়েছিলেন তিনি। সেই সময় বকেয়া দুশো টাকা চান গৌর। তা নিয়েই শুরু অশান্তি। ক্রমশ তা মাত্রা ছাড়ায়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন। অভিযোগ, সেই সময়ই আচমকা ছুরি দিয়ে মন্টুর গলায় আঘাত করে গৌর। রক্তাক্ত অবস্থায় বাজার সমিতিতে বিষয়টা জানানোর জন্য ছুটে যান আহত ব্য়ক্তি। এর পরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে তমলুক হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ঘটনার রাতেই ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত পানের দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে তমলুক আদালতে তোলা জেলে হেফাজতের নির্দেশ দেন বিচারক। সামান্য ২০০ টাকাকে কেন্দ্র করে এই অশান্তিতে হতবাক এলাকার বাসিন্দারা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।