shono
Advertisement

Breaking News

রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ, সপ্তাহান্তে শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল

একঝলকে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল।
Posted: 10:38 AM Nov 25, 2022Updated: 10:54 AM Nov 25, 2022

সুব্রত বিশ্বাস: দমদম ও নৈহাটির মধ্যে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ হবে। সপ্তাহান্তে শিয়ালদহ (Sealdah) মেন শাখায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। শনি ও রবিবার অন্তত ৫ জোড়া ট্রেন পাবেন না যাত্রীরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) একলব্য চক্রবর্তী। এছাড়া শুক্রবার থেকে ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৫ দিন দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং কয়েকটির যাত্রাপথ পরিবর্তন হয়েছে।

Advertisement

শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল (Cancel) ৫ জোড়া লোকাল ট্রেন (Local Trains)। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল –

আপ ও ডাউন শিয়ালদহ-বারাকপুর লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-নৈহাটি লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল

হিসেব অনুযায়ী, ২৭ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত দমদম-নৈহাটির মধ্যে ১৮ ইএমইউ (EMU) লোকাল ট্রেন বাতিল। মূলত ইছাপুর স্টেশনে কাজ হবে। 

[আরও পড়ুন: পুর-সংশোধনী আইনে বাড়ল সুবিধা, বাড়ি, ফ্ল্যাট কিনলে রেজিস্ট্রেশনের সঙ্গেই মিউটেশন]

অন্যদিকে, অন্ডাল (Andal) স্টেশনে নন-ইন্টারলকিং সিস্টেমের কাজ হবে ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত। সেই কারণে পূ্র্ব রেলের কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও বাতিল করা হয়েছে। সময়সূচি বাতিল হয়েছে –

পাটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস
রক্সোল-হাওড়া এক্সপ্রেস
হাতিয়া-বর্ধমান এক্সপ্রেস
বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস
আজমগড়-কলকাতা এক্সপ্রেস
মুজফ্ফরপুর-হাওড়া এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন।

এতদিন ধরে গুরুত্বপূর্ণ লাইনে ট্রেন বাতিলের খবরে চিন্তিত যাত্রীরা। কীভাবে বিকল্প পথে নিজেদের গন্তব্যে পৌঁছবেন, তা নিয়ে ভাবনা রয়েছে। রেলের তরফে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

[আরও পড়ুন: ‘নতুন করে লিখতে হবে দেশের ইতিহাস’, ইতিহাসবিদদের আরজি অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার