shono
Advertisement

বিয়েতে রাজি নয় প্রেমিক, অভিমানে আত্মঘাতী কিশোরী

কান্দিতে চাঞ্চল্য। The post বিয়েতে রাজি নয় প্রেমিক, অভিমানে আত্মঘাতী কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Nov 07, 2018Updated: 09:21 PM Nov 07, 2018

চন্দ্রজিৎ মজুমদার, কান্দিপ্রেম করলেও বিয়েতে মত ছিল না প্রেমিকের। এনিয়ে মঙ্গলবার রাতে দু’জনের মধ্যে ঝগড়াও হয়। এই অশান্তির জেরেই বুধবার দুপুরে অভিমানে আত্মঘাতী হল কিশোরী প্রেমিকা। মৃতের নাম মাম্পি দাস (১৪)। স্থানীয় সাটিতারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এদিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার কামদেববাটি গ্রামে।

Advertisement

[কালীপুজোর রাতে মদ্যপ দুষ্কৃতীদের রুখে আক্রান্ত এএসআই, বালুরঘাটে চাঞ্চল্য]

মেয়ের আচমকা আত্মহননের ঘটনায় দিশেহারা মা কলি দাস। তিনি জানিয়েছেন, স্থানীয় এক কিশোরের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। লোকমুখে এই খবর বাড়িতেও আসে। মেয়ে পড়াশোনা করছে তাই এনিয়ে বেশিকিছু বলা হয়নি। জানা গিয়েছে, প্রায় মাস ছয়েক ধরে প্রতিবেশী উৎপল দাসের সঙ্গে প্রনয় ঘটিত সম্পর্কে জড়ায় মাম্পি। উৎপল দাস একাদশ শ্রেণিতে পড়ে। কিছুদিন ধরেই তাদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল। মঙ্গলবার রাতে দু’জনে ফোনে কথা বলার সময় ঝগড়াও করে। মাম্পি বিয়ের জন্য চাপ দিলেও উৎপল না করে দেয়। এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়, জানাতেই ফের ঝগড়া শুরু। রাতে কোনও ঘটনা না ঘটলেও এই ফোনালাপের পর চুপচাপ হয়ে গিয়েছিল ওই কিশোরী। এদিন দুপুরে বাড়িতেই অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রেমিকার আত্মহননের খবর পেয়েই পলাতক প্রেমিক উৎপল দাস। এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[কালীপুজোয় বিনামূল্যে থ্যালাসেমিয়া নির্ণয় শিবির করল এই ক্লাব]

The post বিয়েতে রাজি নয় প্রেমিক, অভিমানে আত্মঘাতী কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement