রামনবমীর মিছিলকারীদের স্বাগত জানালেন মুসলিম যুবকেরা, অগ্নিমিত্রাকে খাওয়ালেন শরবত

09:30 PM Mar 31, 2023 |
Advertisement

শেখর চন্দ্র, আসানসোল: রামনবমী মিছিল নিয়ে অশান্তির জেরে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুর। ডালখোলা থেকেও মিলেছে আংশিক অশান্তির খবর। তবে তারই মাঝে সম্প্রীতির ছবি ধরা পড়ল জামুরিয়ায়। রামনবমীর মিছিলকারীদের স্বাগত জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। খাওয়ালেন শরবত। জামুরিয়ায় ওই রামনবমীর শোভাযাত্রায় ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁকে জামুরিয়া ইয়ং ব্যাচ অফ মুসলিম সম্প্রদায় স্বাগত জানায়। তাঁদের ক্যাম্পে লেখা ছিল “দোয়া করো হামারা ভারত ফিরসে মহান বানে।” অর্থাৎ আবারও মহান ভারতের ডাক দেওয়া হয়। ইয়ং মুসলিম ক্যাম্পে লেখা প্রতিটি হিন্দুই বিবেকানন্দ এবং প্রতিটি মুসলিম আব্দুল কালাম তৈরি হোক।

Advertisement

রামনবমী উপলক্ষে জামুরিয়ার শিবপুর গ্রামে বাবা দোয়াতেশ্বর শিব মন্দির থেকে জামুরিয়া বাজার সিনেমা মোড় হয়ে থানামোড় দুর্গামন্দিরের সামনে শোভাযাত্রা শেষ হয়। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল ছিলেন মিছিলে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। চলে ড্রোন দিয়ে নজরদারিও।

Advertising
Advertising

[আরও পড়ুন: হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ, রাজ্যপাল এবং রাজ্য বিজেপি সভাপতিকে ফোন]

শোভাযাত্রা যাঁরা অংশ নেন তাঁদের দইয়ের শরবত খাওয়ায় জামুড়িয়ার বড় মসজিদের জুনিয়র কমিটি। মসজিদের জুনিয়র কমিটির দাবি, তাঁরা ভারতবাসী। জাতি-ধর্ম সব এক। অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। যাতে অশান্তি না হয় তাই রামনবমীর শোভাযাত্রাকে স্বাগত জানানো হয়।

এদিকে, কুলটি নিয়ামতপুরে রাজনৈতিক সহস্থানও দেখা গেল রামনবমীর মিছিলে। সীতারামপুর থেকে রাধানগর পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিলে পা মেলালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আবার ওই একই মিছিলে গেরুয়া উত্তরীয় নিয়ে দেখা গেল মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্রকে। ভিন্ন ভিন্ন মিছিলে তৃণমূল এবং বিজেপি নেতানেত্রীদের দেখা যায় প্রায় সবসময়। তবে একই মিছিলে দুই বিপরীত রাজনৈতিক দলের নেতৃত্ব অংশগ্রহণ বেশ বিরল।

[আরও পড়ুন: ‘উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে’, বামেদের নতুন চমক ‘দুর্নীতির বর্ণপরিচয়’]

Advertisement
Next