shono
Advertisement

Breaking News

Nadia

আকাশ থেকে পড়ল রহস্যময় সাদা বাক্স! জ্বলছে আলো, আতঙ্কে কাঁটা নদিয়ার মানিকনগর

স্থানীয়দের দাবি, রহস্যময় ওই বাক্সটি নাকি আকাশ থেকে পড়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়।
Published By: Kousik SinhaPosted: 08:14 PM Jan 31, 2026Updated: 09:04 PM Jan 31, 2026

একটা সাদা বাক্স! তাতে জ্বলছে আলো। শুধু তাই নয়, বাক্সটিকে বাঁধা রয়েছে একটা দড়ির সঙ্গে। তা থেকে বেরিয়ে রয়েছে সাদা রঙের পাতও। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কিছু যন্ত্রাংশও। শনিবার এমনই একটি রহস্যময় বাক্সকে ঘিরে আতঙ্ক ছড়াল নদিয়ার মানিকনগর পাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, রহস্যময় ওই বাক্সটি নাকি আকাশ থেকে পড়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে এসে রহস্যময় বাক্সটিকে উদ্ধার করে পুলিশ! কিন্তু সাদা বাক্সটি আসলে কী?

Advertisement

শান্তিপুর থানার ২৩ নম্বর ওয়ার্ডের মানিকনগর পাড়া। অন্যান্যদিনের মতোই এদিন সকালে স্থানীয় মানুষজন হাঁটতে বের হন। সেই সময় সাদা ওই বাক্সটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। স্থানীয় এক মহিলা শান্তি বিশ্বাস জানান, ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা, হঠাৎ করেই উপর থেকে বাক্সের মতো দেখতে একটা জিনিস এসে পড়ল। শান্তিদেবীর কথায়, সঙ্গে সঙ্গে সেটিকে দেখার জন্য আশেপাশের লোকজনকে জানাই। কিন্তু ভয়ে কেউ হাত দিতে চাননি। বোমা ভেবে হাত দেননি বলেও জানান স্থানীয় ওই মহিলা।

বাক্সটিকে ঘিরে স্থানীয়দের ভিড়।

শুধু শান্তি বিশ্বাস নন, স্থানীয় আরও এক বাসিন্দা বিপ্লব জোয়ারদার বলেন, ''অনেকেই বলছেন, আকাশ থেকে পড়েছে এই যন্ত্রাংশগুলি। কিন্তু এগুলি কী সেটা বোঝা যাচ্ছে না। সবাই আমরা আতঙ্কে আছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।'' জানা যায়, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা। মাটিতে পড়ে থাকা রহস্যময় সাদা বাক্সটিকে উদ্ধার করে নিয়ে যান। সূত্রের খবর, আলো জ্বলতে থাকা সাদা বাক্সটিকে আবহাওয়া মাপার জন্য ব্যবহার করা হয়। তবে সাত সকালে কীভাবে মানিকনগর পাড়া এলাকায় আসল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, সত্যিই সেটি আকাশ থেকে পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement