shono
Advertisement

Breaking News

Kharagpur IIT

রেললাইনের ধার থেকে উদ্ধার, খড়গপুর আইআইটির গবেষকের রহস্যমৃত্যু!

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 04:40 PM Dec 08, 2025Updated: 04:50 PM Dec 08, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: খড়গপুর আইআইটির (IIT Kharagpur) গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। রেললাইনের ট্র্যাক থেকে প্রথম তাঁকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে তাঁকে মৃত্যু হয়। ওই গবেষকের নাম শ্রবণ কুমার, বাড়ি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। কীভাবে ওই ঘটনা ঘটল? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শ্রবণ কুমার নামে বছর ২৭-এর ওই গবেষককে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। খড়গপুর স্টেশন ও আইআইটি খড়গপুর (IIT Kharagpur) সংলগ্ন পুরী রেলগেটের কাছে রেললাইন থেকে তাঁকে উদ্ধার করে জিআরপি। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যায় হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর থাকায় কলকাতার হাসপাতালে রাতেই স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। ওই গবেষককে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার রাতে সেখানেই তিনি মারা গিয়েছেন।

খড়গপুর আইআইটির তরফে জানা গিয়েছে, শ্রবণ কুমার আইআইটির মেঘনাদ সাহা হলে আবাসিক ছিলেন। শনিবার রাতে কখন তিনি বেরিয়েছিলেন, তা পরিষ্কার নয়। ট্রেনের ধাক্কায় তিনি কি গুরুতর জখম হয়েছিলেন? নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। কেন তিনি ওই রাতে রেললাইনের ধারে গিয়েছিলেন? তাঁর সঙ্গে কি আর কেউ ছিলেন? খুন নাকি নিছক দুর্ঘটনা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ঘটনা জানাজানি হতে আইআইটি ক্যাম্পাসেও চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরেই ওই গবেষকের বাড়িতে খবর পাঠানো হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খড়গপুর আইআইটির গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু।
  • রেললাইনের ট্র্যাক থেকে প্রথম তাঁকে উদ্ধার করা হয়েছিল।
  • পরে হাসপাতালে তাঁকে মৃত্যু হয়।
Advertisement