shono
Advertisement
AIIMS Job Scam

এইমসে চাকরি দেওয়ার নামে আর্থিক 'প্রতারণা', গ্রেপ্তার কল্যাণীর বিজেপি নেত্রী

প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেত্রী।
Published By: Sayani SenPosted: 04:15 PM Dec 08, 2025Updated: 04:36 PM Dec 08, 2025

সুবীর দাস, কল্যাণী: এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার এক বিজেপি নেত্রী। তাকে কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে সোমবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। গ্রেপ্তার হয়ে আদালতে তোলার পথে দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ধৃত বিজেপি নেত্রী। দাবি, একটি পয়সাও কারও থেকে নেননি। তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে দলেরই একটা অংশ।

Advertisement

ধৃত বিজেপি নেত্রী তনু, উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, বহু শীর্ষনেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে নিজেকে প্রভাবশালী হিসাবে প্রমাণ করে। আর সেই সুযোগে দলেরই চার সদস্যের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩ লক্ষ টাকা নেন। দুই সপ্তাহের মধ্যে চাকরি করে দেওয়ার কথা বলেন। অথচ চাকরি দিতে পারেননি তিনি। তাই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। সোমবার কল্যাণী আদালতে তোলা হয় তাঁকে। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা পুলিশের।

এর আগে কল্যাণী এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। শুধু তিনিই নন, নিজেদের প্রভাব খাটিয়ে বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট ৮ জনের বিরুদ্ধে নদিয়ার কল্যাণীর এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং-সহ মোট ৮ জনের। ওই দুর্নীতির অভিযোগের তদন্তভার নেয় সিআইডি। কল্যাণী থানার পক্ষ থেকে অভিযোগ সংক্রান্ত নথিপত্র সিআইডিকে হস্তান্তর করার পর তদন্ত শুরু করে রাজ্যের তদন্তকারী সংস্থা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এইমসে চাকরি দেওয়ার নামে আর্থিক 'প্রতারণা'।
  • গ্রেপ্তার কল্য়াণীর বিজেপি নেত্রী।
  • প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেত্রী।
Advertisement