শান্তুনু কর, জলপাইগুড়ি: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ এবং ভয় দেখানোর মামলায় বড় সাফল্য পুলিশের। মামলার নয় মাসের মাথায় অভিযোগ প্রমাণিত করে দোষী সাব্যস্ত প্রৌঢ়কে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ শোনাল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। একইসঙ্গে দু'লক্ষ টাকার জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও দুমাস কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। শুধু তাই নয়, নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক।
গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, ভয় দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই প্রৌঢ় শুধু তাই নয়, অপরাধ চেপে রাখতে ওই নির্যাতিতাকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। প্রতিবেশীর কুকীর্তিতে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। ঘটনা জানাজানি হতেই চলতি বছরের মার্চ মাসে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। ঘটনায় নাবালিকার সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্ট জমা পড়ে আদালতে।
অভিযুক্ত প্রৌঢ়কে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ শোনাল আদালত।
জলপাইগুড়ি পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানান, ''৯ জনের সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।'' আদালতের এই রায়ে খুশি নাবালিকার পরিবার।
