shono
Advertisement
North Bengal

বনকর্মীদের সঙ্গে মা হাতি, শাবককে আগলে আমজনতাও! মন ভালো করা ছবি নাগরাকাটায়

নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে একটি হাতি রাতের অন্ধকারে শাবকের জন্ম দেয়।
Published By: Kousik SinhaPosted: 06:25 PM Nov 28, 2025Updated: 07:53 PM Nov 28, 2025

অরূপ বসাক, মালবাজার: খাবারের সন্ধানে বারবার লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল! যার ফলে ক্রমশ বাড়ছে মানুষের সঙ্গে হাতির সংঘাত। গত কয়েকমাসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হাতির হামলায় মৃত্যুর ঘটনাও পর্যন্ত ঘটেছে। যা নিয়ে জনমানসে ক্রমশ বেড়েছে ক্ষোভ। কিন্ত এ এক অন্য ছবি! যেখানে আতঙ্ক নয়, বনকর্মীদের সঙ্গে মা হাতি, শাবককে আগলে আমজনতাও!

Advertisement

সম্প্রতি নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে একটি হাতি রাতের অন্ধকারে শাবকের জন্ম দেয়। মা হাতি-সহ নবজাতককে সকাল থেকে ঘিরে রেখেছে হাতির দল। তাঁদের উপর যাতে কোনও আঁচ না আসে সেজন্য সতর্ক সাধারণ মানুষও। বনকর্মীদের সঙ্গে স্থানীয় মানুষজনও মা হাতি-সহ শাবককের দিকে নজর রেখেছেন। শুধু তাই নয়, হাতির পালকে দেখতে বাগানের চারদিকে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজন। যদিও বন আধিকারিকদের দাবি, সাবকটি এখনও দেখা যায়। জঙ্গলের মধ্যে সম্ভবত আড়ালে রয়েছে।

এলাকাটি নাগরাকাটা ধরনিপুর চাবাগান সংলগ্ন পানিঘাটা ডিভিশনের অন্তর্গত। সেখানে রাজ্য সরকারের ‘চা সুন্দরী’ প্রকল্পের পরিকাঠামো রয়েছে। সেই পরিকাঠামোর পেছনের ঝোপেই আশ্রয় নেয় হাতির দলটি। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানিয়েছেন, “ঝোপের মধ্যে থাকার কারণে সাবককে দেখা যায়নি। হাতির দলকে কোনও ভাবেই যাতে কেউ না বিরক্ত করে সেজন্য বনকর্মীরা সারাক্ষণ এলাকায় পাহাড়ায় ছিল।'' ওই বন আধিকারিকের কথায়, ''সম্ভবত বুধবার ওই সবকের জন্ম হয়েছে।'' তবে শাবক-সহ হাতির দলটি ডায়না জঙ্গলের দিকে গিয়েছে বলেও জানিয়েছেন ওই বন আধিকারিক।

অন্যদিকে মেটেলি ব্লকের কাষ্টুপাড়া ও আটাধুরা এলাকায় রাতভর আতঙ্ক ছড়ায় দুই বন্য হাতি। এলাকাজুড়ে রয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত, আর সেই ধানের লোভেই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে বলে বন দফতর সূত্রে জানা যায়। স্থানীয় মানুষ এবং বনকর্মীরা পটকা ফাটানো ও সাইরেন বাজিয়ে দুই হাতিকেই পুনরায় জঙ্গলে ফেরাতে সক্ষম হন। গত কয়েকদিন ধরে মেটেলি ব্লকে লাগাতার বাড়ছে হাতির উপদ্রব। যা নিয়ে সতর্ক বন আধিকারিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে একটি হাতি রাতের অন্ধকারে শাবকের জন্ম দেয়।
  • মা হাতি-সহ নবজাতককে সকাল থেকে ঘিরে রেখেছে হাতির দল।
  • তাঁদের উপর যাতে কোনও আঁচ না আসে সেজন্য সতর্ক সাধারণ মানুষও।
Advertisement