shono
Advertisement
Nabadwip

রাতভর শৌচালয়ের সামনে পড়ে সদ্যোজাত, কান্নার শব্দ শুনে সকালে উদ্ধার, নবদ্বীপে শোরগোল

কে বা কারা সদ্যোজাতকে ফেলে দিয়ে গেলেন তদন্তে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 01:45 PM Dec 02, 2025Updated: 03:40 PM Dec 02, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির শৌচালয়ের কাছে রাতভর পড়ে সদ্যোজাত। সকালে কান্নার শব্দ পেয়ে উদ্ধার। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের (Nabadwip) স্বরুপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়। সদ্যোজাতকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা সদ্যোজাতকে ফেলে দিয়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা। শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সকালে স্থানীয় পঞ্চায়েতের সদস্য নির্মলবাবুর কাকার বাড়ির শৌচালয়ের সামনে সদ্যোজাতকে পড়ে থাকেন দেখেন স্থানীয়রা। কান্নার শব্দ শুনে আসেন প্রতিবেশীরাও। রক্তাক্ত অবস্থা উদ্ধার করা হয় শিশুটিকে। তাকে মহেশগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। তারপর সেখানে অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও, সে আহত নয়। স্বাভাবিক নিয়মেই সেই রক্ত গায়ে লেগে ছিল। শিশুটির অবস্থা এখন স্থিতিশীল।

নির্মলবাবু বলেন, "সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারি। কাকার বাড়ির বাথরুমের সামনে বাচ্চাটিকে পাওয়া গিয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে পুলিশে খবর দিই। পরে তাকে কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এখন সুস্থ আছে। আমাদের অনুমান, পার্শ্ববর্তী কেউই বাচ্চাটিকে ফেলে দিয়েছেন।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাচ্চাটিকে উদ্ধার করে চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সদ্যোজাতের পরিচয় ঠিকানা কিছুই পাওয়া যায়নি। গোটা ঘটনা তদন্তে নবদ্বীপ থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির বাথরুমের কাছে রাতভর পড়ে সদ্যোজাত। পাহাড় দিল সারমেয়রা!
  • ঘটনাটি ঘটেছে নবদ্বীপের স্বরুপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায়।
  • সদ্যোজাতকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement