shono
Advertisement

Breaking News

Nandigram

নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের উপচে পড়া ভিড়, জনশূন্য ভূমিপুত্র শুভেন্দুর স্বাস্থ্য শিবির!

অনেকেই বলছেন, বিধানসভা ভোটের প্রাক্কালে এমন চিত্র কিন্তু ওলটপালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক অঙ্ক।
Published By: Kousik SinhaPosted: 10:10 PM Jan 18, 2026Updated: 10:10 PM Jan 18, 2026

রয়েছে চেয়ার! আছে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জামও। কিন্তু মানুষের দেখা মিলল না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে! অপরদিকে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। রবিবার ছুটির দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এমনই দুই ছবি ধরা পড়ল। যা দেখে অনেকেই বলছেন, বিধানসভা ভোটের প্রাক্কালে এমন চিত্র কিন্তু ওলটপালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক অংক।

Advertisement

স্বাস্থ্য পরিষেবায় জোর দিতে নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার ২ টি ব্লকে ১৫ দিনের সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে। প্রথম থেকেই এই ক্যাম্পে মানুষের ভিড় নজর কেড়েছে। জানা গিয়েছে, ওই মডেল স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ১৫ টি বিভাগে চিকিৎসা করা হচ্ছে। নন্দীগ্রাম ১ ব্লকের নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে এবং নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি হাইস্কুল পার্শ্বস্থ মাঠে সেবাশ্রয় ক্যাম্প চলছে। গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সেবাশ্রয় থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। চারদিনে নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপ্লুত।

এদিন ছুটির দিন থাকায় দুই ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই নন্দীগ্রামে মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে। কিন্তু সেখানে আজ একেবারেই অন্যছবি! কার্যত জনমানুষ শূন্য। দুপুর পর্যন্ত হাতে গোনা কয়েকজন শিবিরে এসেছেন। এরপর শিবিরের ফাঁকা চেয়ারের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে।

বিজেপির তৈরি করা ক্যাম্প ফাঁকা।

সেবাশ্রয় ক্যাম্প শুরু হওয়ার পর প্রথম বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির হলেও নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে এদিন উপস্থিত ছিলেন না। তিনি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন। তাহলে কী তৃণমূল সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে মুখ ফিরিয়েছে নন্দীগ্রামবাসী। সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নন্দীগ্রামের পাড়ায়, পাড়ায় এবং চায়ের ঠেকে।

নন্দীগ্রামে সেবাশ্রয়ের ক্যাম্পে মানুষের ভিড়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ''সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে হার্টের পরীক্ষা করেছি। এরপর কলকাতায় নিয়ে গিয়ে ফের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমন পরিষেবা পেয়ে ভালো লাগছে।'' এই ঘটনায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, 'ভিড় এড়াতে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির চলছে। সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ শিবিরে চিকিৎসা পরিষেবা পেতে ভিড় করছেন। তৃণমূলের মতো প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে লোক আনতে হচ্ছে না।'

পাল্টা নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, ''নন্দীগ্রামে বিজেপির পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। এই ঘটনা থেকে তা প্রমাণ হচ্ছে। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জয়ের পর ১৭ টি অঞ্চলে সেবাশ্রয় শিবির হবে। সেই ক্যাম্পে বিজেপি নেতারা এসে চিকিৎসা পরিষেবা নেবেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement