রাজা দাস, বালুরঘাট: ৬০ বছর পর্যন্ত চাকরি ও সরকারি কর্মীদের মতো সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে নেমেছেন অস্থায়ী অশিক্ষক কর্মচারীরা। শুক্রবার ও শনিবার কর্মবিরতিতে শামিল হয়েছেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ কলেজে বন্ধ কাজকর্ম, শিকেয় উঠেছে পঠনপাঠনও। বিপাকে পড়ুয়ারা।
[রাস্তার ধারে পড়ে শয়ে শয়ে মরা মুরগি, ছড়াল বার্ড ফ্লু-র আতঙ্ক]
বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ-সহ দক্ষিণ দিনাজপুর জেলায় পাঁচটি বড় কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মী হিসেবে কাজ করেন ৮২। চাকরির সুযোগ-সুবিধা তো দূর অস্ত, সরকারি কর্মীদের থেকে তাঁদের বেতনও অনেকটাই কম। মাস গেলে দশ হাজার টাকার বেশি বেতন পান না কেউই। আন্দোলনকারীদের দাবি, অনেকক্ষেত্রেই আবার স্রেফ কলেজ কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে কাজে যোগ দিতে হয় অস্থায়ী অশিক্ষক কর্মীদের। সরকারি নিয়ম মোতাবেক ৬০ বছর পর্যন্ত চাকরিরও কোনও নিশ্চয়তা নেই। এরই প্রতিবাদে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন কলেজে কর্মবিরতিতে ডাক দিয়েছে শাসকদল প্রভাবিত পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি। আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কলেজের স্থায়ী সরকারি কর্মচারীরাও।
বালুরঘাট কলেজে চাকরি করেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির কোষাধ্যক্ষ কল্লোল মাহাত। তিনি জানিয়েছেন, শুধুমাত্র বালুরঘাট কলেজে অস্থায়ী অশিক্ষক কর্মচারীর সংখ্যা ২২। আগে কলেজের স্থায়ী অশিক্ষক কর্মী ছিলেন ৫২ জন। কিন্তু তাঁদের বেশিরভাগই অবসর নিয়েছেন। এখন স্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন মাত্র ১৬ জন। ফলে কলেজের যাবতীয় কাজ করতে হয় অস্থায়ী অশিক্ষক কর্মচারীদেরই। কিন্তু, স্থায়ী সরকারি কর্মীদের মতো বেতন বা সুযোগ-সুবিধা পান না তাঁরা। এমনকী, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তাও নেই।
[ শিক্ষক নেই, ক্লাস হয় না, মিড-ডে মিল খেয়েই বাড়ি ফেরে পড়ুয়ারা]
The post কর্মবিরতিতে শামিল অস্থায়ী অশিক্ষক কর্মীরা, শিকেয় পঠনপাঠন appeared first on Sangbad Pratidin.
