shono
Advertisement

নেশার সামগ্রী দেননি, তৃণমূল নেতাকে মার ‘মদ্যপ’ বিজেপি কর্মীদের!

পরিবারের সদস্যরা দুখিরামবাবুকে উদ্ধার করতে গেলে তাঁদেরও আক্রান্ত হতে হয়।
Posted: 05:42 PM Mar 27, 2024Updated: 05:44 PM Mar 27, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাস্তায় ঘিরে ধরে নেশার দ্রব্য চান কয়েকজন ‘মদ্যপ’ বিজেপি (BJP) কর্মী। তা দিতে অস্বীকার করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুখিরাম মণ্ডল। তারপরই তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ।কাঠগড়ায় বিজেপি কর্মীরা। উত্তর ২৪ পরগণার (North 24 parganas) ধরমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত কয়েকজন যুবক নেশার দ্রব্য চেয়ে চড়াও হন। তা দিতে চাননি ৬০ বছরের দুখিরাম। অভিযোগ,তাঁরা মদ্যপ অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দুখিরামবাবুকে উদ্ধার করতে গেলে তাঁদেরও আক্রান্ত হতে হয়। বাদ যাননি মহিলারাও। খবর পেয়ে ঘটনাস্থলে এলে স্থানীয় বুথ মেম্বার সুরজিৎ মণ্ডলকেও নিগ্রহ করা হয়। অভিযোগ জানানো হয় গাইঘাটা থানায়।

[আরও পড়ুন : মায়ের গায়ে হাত! বাবাকে কোপাল ছেলে! গ্রেপ্তার]

দুখিরামবাবুর ভাই শুভজিত মণ্ডল বলেন, “আমি নদীতে স্নান করতে যাওয়ার সময় দেখি দাদাকে রাস্তায় ফেলে মারছে ওরা। দাদার কাছে ওরা নেশার দ্রব্য চায়। তা দিতে না চাইলে মারধর করে। এমনকী ওই যুবকদের বাড়ির লোকরাও দাঁড়িয়ে থেকে দেখছিল। আমি ও আমার ভাইঝিরা আটকাতে গেলে আমাদেরকে মারধর করা হয়।” স্থানীয় বুথ সভাপতি নিমাই ঘোষ বলেন, “পঞ্চায়েত ভোট থেকে ওরা এলাকায় গণ্ডগোল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা মারের বদলে মার চাই না। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। তবে আমাদের কর্মীরা ক্ষোভে ফুঁসছেন।”

[আরও পড়ুন : ‘ড্রাগ মাফিয়া’ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার! পোস্টারে ছয়লাপ বারাসত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার