shono
Advertisement

বাপের বাড়ি চলে যাও, স্বামীর কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী

মর্মান্তিক! The post বাপের বাড়ি চলে যাও, স্বামীর কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Jun 03, 2018Updated: 04:34 PM Jun 03, 2018

শংকরকুমার রায়, রায়গঞ্জ: অশান্তি কোনও দম্পতির মধ্যেই না হয়! কিন্তু, সেই অশান্তিই ডেকে আনল চরম বিপর্যয়৷ স্বামীর মুখে বাপের চলে যাওয়ার কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী৷ শোয়ার ঘর থেকে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করল পুলিশ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ২ ব্লকের সাহাপুরে৷ ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী গৃহবধূ মানসিকভাবে সুস্থ ছিলেন না৷

Advertisement

[ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে]

বছরখানেকের দাম্পত্যজীবন৷ কিন্তু, স্ত্রী হালিমা বিবির সঙ্গে প্রায় রোজই অশান্তি হত গোয়ালপোখর ২ ব্লকের সাহাপুরের কোনামাদাস এলাকার বাসিন্দা ইনসান আলির৷ পরিবারের লোকেদের দাবি, সংসারে শান্তি ফে্রাতে হালিমাকে বাপের বাড়ি রেখের আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ইনসান৷ এই নিয়ে শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর অশান্তি হয়েছিল৷ শনিবার সকালেঅবশ্য একবার ঘরের বাইরে বেরিয়েছিলেন হালিমা৷ এরপর ফের শোয়ার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন এবং গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷ প্রতিবেশীদের দাবি, স্বামী তাঁকে বাপের বাড়ি রেখে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷ একথা শোনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হালিমা৷ মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ৷ ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে চাকুলিয়ার থানার পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ এদিকে, স্ত্রী আত্মঘাতীর হওয়ার পর পালিয়েছেন ইনসান আলি৷  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক ভারসাম্যহীন ছিলেন হালিমা বিবি৷ চাকুলিয়া থানার ওসি দিলীপ রায় বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷’

[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী]

The post বাপের বাড়ি চলে যাও, স্বামীর কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement