রঞ্জন মহাপাত্র, কাঁথি: বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দিঘায় (Digha) ভিড় পর্যটকদের! তাঁদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ। শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে-কোনও বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে হবে না থানায়। ৭০৪৭৯৮৯৮০০ নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানালেই ব্যবস্থা নেবে পুলিশ।
শুক্রবার দিঘার (Digha) জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কাঁথির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস, ডিএসপি আবুনুর হোসেন। এদিন থেকেই দিঘা, মন্দারমণির পাশাপাশি শংকরপুর, তাজপুর-সহ কাঁথি মহকুমার উপকূলীয় পর্যটন কেন্দ্রে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ব্যানার লাগানোর জন্যে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
এতদিন বাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে বেড়াতে গিয়ে কোনও অসুবিধার মুখে পড়লে স্থানীয় থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে হত। এবার থেকে জেলা পুলিশের উদ্যোগে চালু করা হল হোয়াটসঅ্যাপ নম্বর। ৭০৪৭৯৮৯৮০০ নম্বরেই জানানো যাবে, অতিরিক্ত হোটেল ভাড়া ,কটুক্তির শিকার-সহ যে কোন অভিযোগ।
জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, "আমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে, না চাইতেও অনেক সময় বিভিন্ন অসুবিধার মুখে পড়ি। তখন অভিযোগ জানানোর জায়গা খুঁজে পাওয়া যায় না। এবার থেকে দিঘা, মন্দারমণি-সহ পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা কোনও সমস্যায় পড়লে হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন।"
তিনি আরও বলেন, "এই সময়ে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। এবারও অনেক পর্যটক আসবেন। তাঁদের নিরাপত্তার জন্য এই পরিষেবা চালু করা হল। অভিযোগকারী হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন, ভিডিও, অডিও শেয়ার করতে পারবেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হোয়াটসঅ্যাপ নম্বর-সহ ব্যানার লাগানো হচ্ছে। লিফলেট বিলি করা হবে।" তবে কেউ যদি ভুয়ো অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ সুপার।
