shono
Advertisement

কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান, সায়ন্তন বসুকে শোকজ কমিশনের

বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআরও করেছে পুলিশ। The post কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান, সায়ন্তন বসুকে শোকজ কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Mar 28, 2019Updated: 05:39 PM Mar 28, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করেছে পুলিশ। লোকসভা ভোটের প্রচার পর্বে এবার কমিশনের কোপে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তাঁকে শোকজ করেছে কমিশন। বিজেপি দপ্তরে কমিশনের নোটিস চলে এসেছে বলে জানা গিয়েছে। সায়ন্তন বসু জানিয়েছেন, যথা সময়ে নোটিসের জবাব দেবেন তিনি।

Advertisement

 [ আরও পড়ুন:দীর্ঘ টানাপোড়েন শেষে কংগ্রেসেই যোগ দিচ্ছেন লক্ষ্ণণ শেঠ]

গত লোকসভা ভোটের সময়ে সেভাবে পাদপ্রদীপের আলোয় ছিলেন না তিনি। অল্পদিনেই এ রাজ্যে দলের প্রথমসারির নেতা হয়ে ওঠেছেন। এবার লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে সায়ন্তন বসুকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিপক্ষে তৃণমূলের প্রার্থী, বাংলা ছবির জনপ্রিয় নায়িকা নুসরত জাহান। গত মঙ্গলবার থেকে বসিরহাটে প্রচারেও নেমে পড়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী সায়ন্তন। কিন্তু প্রথম নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন তিনি। সায়ন্তন বসুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করেছে পুলিশ। জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশনও। বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের অভিযোগও জমা পড়েছে। বৃহস্পতিবার সায়ন্তন বসুকে শোকজ করল নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার বিজেপি প্রাথী সায়ন্তন বসু প্রথম নির্বাচনী জনসভায় করেন বসিরহাটের ভ্যাবলা হাই স্কুলের মাঠে। সেই সভায় ভোটের দিন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দেন তিনি। বলেন, ‘পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। ভোটের দিন পুলিশকে থানায় আটকে রাখব। কেন্দ্রীয় বাহিনীকে বলেছি, নির্বাচনের দিন কেউ বুথ দখল করতে এলে, যেন বুক লক্ষ্য করে গুলি চলে।’ ভোটের দিন বা অন্য কোনও গন্ডগোলের সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী বা দুষ্কৃতীদের পা লক্ষ্য করে গুলি চালানোটাই দস্তুর। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম না মেনে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি বুক লক্ষ্য করে গুলি চালানোর পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।

[আরও পড়ুনভয় দেখিয়ে ভোট নিতে চাইছে’, তৃণমূলকে একহাত নিলেন দিলীপ]

The post কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান, সায়ন্তন বসুকে শোকজ কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement