বাবুল হক, মালদহ: পঞ্চায়েত ভোটের পরেও থমথমে মালদহের মোথাবাড়ি। পরাজিত কংগ্রেস প্রার্থীর ভাইপোর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রায় সপ্তাহখানেক নিখোঁজ ছিলেন ওই যুবক। বৃহস্পতিবার রেললাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই যুবককে।
নিহত মহম্মদ ইসকা হাবিব খান, মালদহের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মাহাতাপ খানের ভাইপো। পরিবার সূত্রে খবর, গত ১৩ জুলাই সন্ধেয় বাড়ি থেকে বেরোন বছর তেইশের ইসকা হাবিব খান। তারপর আর তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। ১৫ জুলাই মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন।
[আরও পড়ুন: খিদে সহ্য করতে না পেরে মিষ্টি খাওয়ার ‘শাস্তি’, নাবালিকার পিঠে গরম খুন্তির ছ্যাঁকা, গ্রেপ্তার কাকিমা]
তার ঠিক দু'দিন পর ১৭ জুলাই একটি অপরিচিত নম্বর থেকে মৃতের কাকার কাছে ফোন আসে। ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেই দাবি মৃতের কাকার। মোথাবাড়ি থানায় বিষয়টি জানান তিনি। তারপর বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
মৃতের কাকা তথা পরাজিত কংগ্রেস প্রার্থী মাহাতাপ খানের অভিযোগ, রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে ওই যুবককে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
