কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত বাংলা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি। বাড়ির সামনে মিলল হুমকি পোস্টার, গুলি, থান, ধুপকাঠি, সাবান-সহ অন্ত্যেষ্টি ক্রিয়ার সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল নওদা ব্লকের মধুপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের নওদা ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী এলাকার বাসিন্দা মনিরুল শেখ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। শুক্রবার সকালে তাঁদের পুরনো বাড়ির সামনে যেতেই দেখেন ভয়ংকর কাণ্ড। দেখেন, রাখা হুমকি পোস্টার, গুলি, থান, ধুপকাঠি, সাবান-সহ অন্ত্যেষ্টি ক্রিয়ার সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ইতিমধ্যেই সমস্ত সামগ্রী উদ্ধার করেছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে তাও খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।
এবিষয়ে পঞ্চায়েত সদস্য মনিরুল শেখ বলেন, তাঁর বাবা-মা একসময় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। তিনি বর্তমানে মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁদের শত্রু বলতে কেউ নেই। কিন্তু কে বা কারা এ ধরনের হুমকি দিল সেটা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত মনিরুল শেখ ও তাঁর পরিবার।