নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: নির্বাচনী সভা সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের এক প্রবীণ কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিরোধী ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে। শুক্রবার রাতে সওয়া এগারোটা নাগাদ উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জীপাড়া পঞ্চায়েতের ইব্রাহিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কর্মীর নাম মহম্মদ মাজাহার (৫৮)। হামলায় গুরুতর জখম এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী। আহত ওই ব্যক্তির নাম মহম্মদ সাবির। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। তাঁর স্ত্রী আসিফা বেগম ইব্রাহিমপুর গ্রাম সংসদের তৃণমূল প্রার্থী।
[ ভোটের কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত পুলিশ বাস, জখম ৩২ ]
ওই কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানির অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজের নেতৃত্বে হামলা চালানো হয় তৃণমূলের কর্মীদের উপর। তাতে মারা যান মহম্মদ মাজাহার। খুনের ঘটনায় পাঞ্জীপাড়া পু্লিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রমজ খুনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, “তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই কর্মীর।” পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “খুনের ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা গেছে। দ্রুত অভিযুক্তরা ধরা পড়বে।”
[ ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়ে মৃত্যু নির্দল সমর্থকের, আরাবুলকে গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রীর ]
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইব্রাহিমপুরের মাঠে দলীয় প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির নির্বাচনী সভায় গিয়েছিলেন দলীয় কর্মী মহম্মদ মাজাহার। সভা শেষ করে ইব্রাহিমপুরের বাড়িতেই ফিরছিলেন তিনি ও দলীয় কর্মীরা। সেই সময় ফরওয়ার্ড ব্লকের একটি মিছিল পাঞ্জীপাড়ার দিকে যাচ্ছিল। হঠাৎ মহম্মদ মাজাহার-সহ দলের অন্য কর্মীদের উপর লাঠি নিয়ে হামলা চালায় কয়েকজন। অভিযোগ, তারা ফরওয়ার্ড ব্লকের সদস্য। বছর আটান্ন ওই দলীয় কর্মীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি আর লাঠি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে। কিছুক্ষণের মধ্যে ছটফট করতে লুটিয়ে পড়েন ওই কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
