shono
Advertisement
Khaleda Zia

অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া! 'প্রার্থনা করুন', বলছেন তারেক

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন পুত্র তারেক রহমান ও তাঁর স্ত্রী।
Published By: Biswadip DeyPosted: 11:02 AM Dec 28, 2025Updated: 11:11 AM Dec 28, 2025

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। ঢাকার ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপার্সন। তার আগেই খালেদাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুত্র তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।

Advertisement

ঠিক কী জানিয়েছেন খালেদার চিকিৎসক? ডা. জাহিদ হোসেন বলেছেন, ''ভর্তি হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন, এরপর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে– এ কথা বলা যাবে না। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন।''

প্রসঙ্গত, তারেক রহমান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করতে বলা হয়েছে। সেই সঙ্গেই এই হাসপাতালে ভর্তি কোনও রোগীর চিকিৎসার যেন কোনও ধরনের ব্যাঘাত না ঘটে, সেজন্য তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। ডা. জাহিদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসায় চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে তাঁদের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে অশীতিপর বিএনপি নেত্রী শারীরিক সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছিল। যদিও এই বিষয়ে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নতুন কোনও খবর পাওয়া যায়নি। এর আগে কাতার এয়ারওয়েজের তরফে খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার কথা হয়েছিল। সেই উদ্যোগ শুরু হওয়ার পরেও নেত্রীর পরিস্থিতির উন্নতি হয়নি। তাই আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। গত কিছুদিন ধরেই তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার হাসপাতালে যাতায়াত করছেন এবং চিকিৎসার তদারকি করছেন। দেশে ফেরার পর তারেকও প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
  • শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন পুত্র তারেক রহমান ও তাঁর স্ত্রী।
Advertisement