সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিতে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে ন্যাজাটে 'আক্রান্ত' পুলিশ। ইট-পাটকেলের আঘাতে আহত বেশ কয়েকজন পুলিশকর্মী! ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতেও। ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতে।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি ২ গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া এলাকায়। একটি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে তা রুখতে যায় পুলিশ। ন্যাজাট থানা সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে নির্মাণ করার চেষ্টা করেন। বিষয়টি জানানো হয়, ন্যাজাট থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তা মানতে অস্বীকার করে অভিযুক্তরা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য করে বেআইনি নির্মাণের চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন আটক হয়েছেন বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ২০২৪ সালে ৫ জানুয়ারি সন্দেশখালি যান ইডি আধিকারিকরা। উদ্দেশ্য ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি। কিন্তু ইডি এলাকায় পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আক্রান্ত হন খোদ ইডি আধিকারিকরা। এবার শাহজাহান অনুগামীদের বিরুদ্ধেই পুলিশ পেটানোর অভিযোগ উঠল।
