shono
Advertisement
Abhishek Banerjee

৬ জানুয়ারি বীরভূমে অভিষেক, বাংলাদেশ থেকে ফেরা সোনালির সঙ্গে হতে পারে সাক্ষাৎ

আজ, শনিবার আলিপুরদুয়ারে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 09:51 AM Jan 03, 2026Updated: 10:03 AM Jan 03, 2026

স্টাফ রিপোর্টার, সিউড়ি: বছরের শুরু থেকেই রণংদেহী মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তিনি। ৬ তারিখ রামপুরহাটে সভা তাঁর। সেই দিনই দেখা করতে পারেন বাংলাদেশ থেকে ফেরা সোনালি বিবির সঙ্গে।

Advertisement

বাংলাদেশি বলে দাগিয়ে অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করে দিল্লি পুলিশ। পরে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশে সোনালি ও সন্তানকে ফিরিয়ে আনা হয় দেশে। সেই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর, ৬ তারিখ তিনি দেখা করবেন সোনালির সঙ্গে।

জানা গিয়েছে, অভিষেকের সভার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি অন্তঃসত্ত্বা সোনালি বিবি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি হবেন। সভার দিন অর্থাৎ ৬ জানুয়ারি সোনালির সন্তান প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রের খবর, সন্তান কোলে থাকা সোনালির সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক। যদিও তৃণমূলের জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "এমনও চূড়ান্ত সফরসূচি কিছু আসেনি।" সোনালি বলেন, "আমার স্বামী-সহ চারজন এখনও কেন্দ্রের চক্রান্তে বাংলাদেশে আটক আছে। অভিষেকবাবু এলে তাদের ফিরিয়ে আনার আবেদন জানাব।" ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরের মাঠে জনসভায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সেই মাঠ পরিদর্শন করেন তৃণমূলের নেতারা ও পুলিশ প্রশাসনের কর্তারা।

এদিকে আজ, শনিবার আলিপুরদুয়ারে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়। মাঝেরডাবড়ি চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে। সমস্যার সমাধানে আলোচনা করবেন। আলিপুরদুয়ারের সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে চা-বাগানকে। প্রায় ৩ হাজার চা-শ্রমিকের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে চা শ্রমিকদের যাবতীয় সমস্যার কথা শুনবেন, চেষ্টা করা হবে নির্বাচনের আগে সেগুলির সমাধান করার। পিএফের ক্ষেত্রে বঞ্চনা রয়েছে। সেগুলি নিয়ে শ্রমিকদের স্বার্থে পাশে দাঁড়াচ্ছে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরু থেকেই রণংদেহী মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যাপাধ্যায়।
  • রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা রয়েছে তাঁর
  • ৬ তারিখ রামপুরহাটে সভা তাঁর। সেই দিনই দেখা করতে পারেন বীরভূমের সোনালি বিবির সঙ্গে।
Advertisement