shono
Advertisement
SIR

জেলবন্দি বিচারাধীন আসামিকে SIR শুনানিতে হাজির করল পুলিশ, ধন্যবাদ পরিবারের

জেলবন্দি আসামির এসআইআর শুনানির নোটিস এসেছিল বাড়িতে। বাড়ি থেকে পুলিশকে জানানো হয় সেই কথা। জেলবন্দি আসামিকে শুনানিতে হাজির করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। শনিবার সকালে বাগদা থানা এলাকায় এমন শুনানি দাঁড়িয়ে দেখল বাসিন্দারা৷
Published By: Suhrid DasPosted: 09:00 PM Jan 17, 2026Updated: 09:00 PM Jan 17, 2026

জেলবন্দি আসামির এসআইআর শুনানির নোটিস এসেছিল বাড়িতে। বাড়ি থেকে পুলিশকে জানানো হয় সেই কথা। জেলবন্দি আসামিকে শুনানিতে হাজির করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। শনিবার সকালে বাগদা থানা এলাকায় এমন শুনানি দাঁড়িয়ে দেখল বাসিন্দারা৷

Advertisement

জানা গিয়েছে, বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের দেয়ারা এলাকার ১৬৫ নম্বর বুথের বাসিন্দা শাকিল শেখ ওরফে শাকিল পকসো ধারায় অভিযুক্ত। প্রায় ১৭ মাস ধরে কৃষ্ণনগর জেলে বন্দি রয়েছেন তিনি। এদিকে এসআইআরে তাঁর কাগজপত্র জমা দেওয়া হয়। শুনানিতে ডাক পড়ে। এখন উপায়? শেষপর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই পরিবার। জানানো হয়, ১৭ জানুয়ারি শনিবার হেলেঞ্চা গার্লস হাইস্কুলে ওই ব্যক্তির শুনানি রয়েছে।

এদিন সকালে কৃষ্ণনগর জেল পুলিশ প্রথমে তাকে বাগদা থানায় নিয়ে আসে। তারপর সেখান থেকে হেলেঞ্চা গার্লস হাইস্কুলে নিয়ে আসা হয়। নির্দিষ্ট সময়ে শুনানি হয় তার৷ বাড়ির লোকজন কাগজপত্র নিয়ে স্কুলে হাজির হয়েছিলেন। শুনানি শেষে ফের তাকে কৃষ্ণনগর জেলের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে শাকিব বিচারাধীন বন্দি। সে কারণে এদিন তার শুনানির সময় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। শাকিলের বাবা সিরাজুল শেখ জানান, ছেলে মুম্বাইতে কাজে গিয়েছিল৷ সেখান থেকেই তাকে পকসো মামলায় ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানা তুলে নিয়ে আসে। বর্তমানে সে কৃষ্ণনগর সদর জেলে বিচারাধীন বন্দি রয়েছে৷

বৃদ্ধ আরও বলেন, "এসআইআর-এর শুনানিতে ওকে নির্বাচন কমিশন ডেকেছিল। আমরা পুলিশকে জানাতেই পুলিশ আজ তাকে এনে শুনানি করিয়ে আবার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে গেল। পুলিশ তাকে আনার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ গেল না।" তার এক আত্মীয়ের কথায়, "ছেলে একদিন ছাড়া পেয়ে যাবে। কিন্তু ভোটার তালিকায় নাম না উঠলে সমস্যা হত। পুলিশ উদ্যোগ নেওয়ায় শুনানি হল। ফলে আমরা নিশ্চিন্ত হলাম।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement