shono
Advertisement

Breaking News

ছটপুজোতেও আসানসোলে সরগরম রাজনীতি, ‘নিখোঁজ’পোস্টার নিয়ে বাকযুদ্ধ শত্রুঘ্ন-অগ্নিমিত্রার

ছটের আগে নিখোঁজ পোস্টার নিয়ে এদিন জবাব দিলেন 'বিহারিবাবু'।
Posted: 09:31 PM Oct 30, 2022Updated: 09:55 PM Oct 30, 2022

শেখর চন্দ্র, আসানসোল: “আসানসোলের মানুষ যাঁদের লাপাতা করে দিয়েছে তাঁরা দিচ্ছে লাপাতার পোস্টার! ভোটের পর হেরে যারা নিজেরাই লাপাতা হয়ে গিয়েছেন, তাঁরা আমাকে লাপাতা করার কথা ভাবছেন?” ছটপুজো (Chhath Puja) উপলক্ষে নিজের সংসদীয় এলাকায় এসে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দাগলেন আসানসোলের (Asansol) তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রসঙ্গত, তাঁর নামে দিন কয়েক আগেই ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল আসানসোলে। অভিযোগ উঠেছিল, ভোটে জেতার পর আর সাংসদকে দেখা যায়নি। কোথায় গেলেন তিনি?

Advertisement

ছটপুজোর আগে পোস্টার রাজনীতি নিয়ে সরগরম ছিল আসানসোল। কুলটিতে ‘বিহারীবাবু লাপাতা’ পোস্টার দেখা দিয়েছিল। পোস্টারে দাবি করা হয়েছিল, ‘বিহারিবাবু’র খোঁজ নেই বিহারিদের সব থেকে বড় পরব ছটপুজোয়। পোস্টারের নিচে লেখা ছিল আসানসোলে বিহারি জনতা। তবে ছটপুজোর দিন সেই ‘লাপাতা’ পোস্টার উড়িয়ে সশরীরে হাজির শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আর পোস্টার বিতর্ক নিয়ে মুখও খুললেন ‘বিহারিবাবু’। এদিন আসানসোল উত্তরের ছটঘাটগুলিতে পরিদর্শন করে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”এখানকার মানুষের ছট নিয়ে ভক্তি ও উন্মাদনা দেখে মনে হচ্ছে, পাটনায় চলে এসেছি। আমার মা লাগাতার ৬৫ বছর বয়স পর্যন্ত ছট ব্রতী ছিলেন। আমাদের পাটনায় পরব হয়। আমাদের বাড়িতেও পরব হয়। আসানসোলে এসে মনে হচ্ছে, নিজের বাড়িতে চলে এসেছি। আমি অভিভূত। আমার চোখে জল এসে গেল।”

[আরও পড়ুন: ‘গন্ডগোলের ছক করতে পারে অনেকে, পা দেবেন না’, ছটপুজোয় গিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর]

উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে নিঁখোজের পোস্টার পড়েছিল। আবার পালটা পোস্টার দেখা গিয়েছিল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পলের নামেও। শত্রুঘ্ন সিনহার পোস্টারের নিচে লেখা ছিল, ‘আসানসোল কি বিহারি জনতা’ আর অগ্নিমিত্রার (Agnimitra Paul) পোস্টারের নিচে লেখা ছিল – ‘আসানসোল কি লাচার জনতা।’ অর্থাৎ পোস্টারের দায় নেয়নি কোনও রাজনৈতিক দলই। কিন্তু বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা এই পোস্টারের পিছনে তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন।

এবার শত্রুঘ্ন সিনহাও এই পোস্টারের নেপথ্যে দায়ী করলেন বিজেপিকে। তাঁর কথায়, ”২০০ টাকার পোস্টার ছাপিয়ে আমাকে যাঁরা লাপাতা করতে চাইছেন, তাঁরা নিজেরাই লাপাতা হয়ে গিয়েছেন ভোটের পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের দাপটে তাঁরা নিজেরাই আজ নিঁখোজ হয়ে গিয়েছেন।”

[আরও পড়ুন: গুজরাটে ভয়ংকর দুর্ঘটনা, মচ্ছু নদীতে ভেঙে পড়ল কেবল ব্রিজ, হতাহত বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার