সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর ফের জিটিএ নির্বাচন (GTA Election)। রবিবার সকাল থেকেই উৎসবের মেজাজে পাহাড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ ভোট রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ রাজ্যের ৬ পুরসভার ৬ ওয়ার্ডেও। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে ভোটগ্রহণ।
এদিক ভোটের আগের রাতেই দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরজ জিম্বার বিরুদ্ধে এলাকায় বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে। গাড়ি আটক করেছেন নির্বাচনী আধিকারিকরা। শনিবার সন্ধেয় বিধায়কের গাড়িতে ছিলেন তাঁর আপ্ত সহায়ক এবং গাড়ি চালক। অভিযোগ, গাড়ির চালক জিটিএ এলাকার বাসিন্দা নন। গাড়িটি নির্বাচনী আধিকারিকরা আটক করেন। যদিও বিজেপি বিধায়কের দাবি, ভিত্তিহীন অভিযোগ।
[আরও পড়ুন: এক সপ্তাহ ধরে শ্বাসযন্ত্রে আটকে দারচিনি, জটিল অস্ত্রোপচারে শিশুর প্রাণ বাঁচাল SSKM]
১০ বছর পর জিটিএ ভোট হলেও ব্রাত্য পাহাড়ের ‘মুকুটহীন সম্রাট’ বিমল গুরুং। আপত্তি জানিয়েছিলেন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। ফের একবার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের ধুয়ো তুলে অনশনও শুরু করেছিলেন। কিন্তু শরীর-ই সাথ দেয়নি তাঁর। অসুস্থ হয়ে মাঝপথেই অনশন তুলে নেন গুরুং। তার পর থেকে ভোটের ময়দানে সে অর্থে দেখা মেলেনি তাঁর। তবে নির্বাচনে রয়েছেন গুরুংয়ের একসময়ের ছায়াসঙ্গী অনিত থাপা (সিটং এবং দার্জিলিঙ আসন), বিনয় তামাংরা (ডালি আসনে তৃণমূল প্রার্থী)। রয়েছেন পাহাড়ের নয়া তারকা হামরো পার্টির অজয় এডওয়ার্ড। জিটিএ-র ৪৫টি আসরের মধ্যে দশটিতে লড়াই করছে তৃণমূল। রয়েছে বাম (১২ আসন)- কংগ্রেসও (৫ আসন)। ফলে বর্ষণসিক্ত পাহাড় এক দশক বাদে জিটিএ ভোটে বহুমুখী লড়াইয়ে সাক্ষী।
শুধু পাহাড় নয়, ভোট হচ্ছে সমতলের মহকুমা পরিষদেও। এতদিন শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিল বামেদের হাতে। পুরভোটে সাফল্য আসার পর সেই গড়েও ঘাসফুল ফোটার আশায় বুক বেঁধেছে তৃণমূল। আবার নিজেদের শেষ দুর্গরক্ষা করতে মরিয়া অশোক ভট্টাচার্যরাও। কে জিতবে প্রেস্টিজ ফাইট? সেই উত্তর নির্ধারণে আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসন, ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন এবং ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে চলছে ভোটগ্রহণ।
[আরও পড়ুন: ছুটির দিনই কার্নিশ থেকে ঝাঁপ, রোগীর আচরণ ভাবাচ্ছে মল্লিকবাজারের নার্সিংহোম কর্তৃপক্ষকেও]
শুধুমাত্র পাহাড় বা শিলিগুড়ি নয়, নির্বাচন রয়েছে রাজ্যের ৬ পুর ওয়ার্ডেও। এর মধ্যে স্বাভাবিকভাবেই সকলের নজরে রয়েছে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। কারণ, পুরভোটে জেতার পরই দুই ওয়ার্ডের জনপ্রতিনিধিকেই খুন করা হয়। এছাড়াও এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন রয়েছে আজ।