shono
Advertisement
Mamata Banerjee

তৃণমূলে ফিরছেন প্রবীর ঘোষাল, সবুজ সঙ্কেত মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবীর ঘোষাল।
Published By: Suhrid DasPosted: 05:02 PM Dec 09, 2024Updated: 06:24 PM Dec 09, 2024

কৃষ্ণকুমার দাস :আবার তৃণমূলে ফিরছেন প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। আবার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তৃণমূলের হয়ে কাজ শুরু করে দেবেন। 

Advertisement

আজ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কিছু সময় কথা হয়। তৃণমূলে ফেরার জন্য সবুজ সংকেত দেন নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'তিনি অনেক দিন ধরেই লেখেন আমাদের হয়ে। দীর্ঘদিন আমাদের বিধায়কও  ছিলেন। আবার তাঁকে কাজ করতে বলা হল।' মুখ্যমন্ত্রীকে প্রণামও করেন তিনি। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়েন প্রবীর ঘোষাল। তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির টিকিটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়াইও করেন। কিন্তু শিঁকে ছেড়েনি। বিধানসভা ভোটে তৃণমূলের কাছে বিপুল ভোটে পরাজিত হন। তৃণমূলে যাতে আর lতাঁকে না ফেরেনো হয়। সেই দাবিও স্থানীয় স্তরে উঠেছিল।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে প্রবীরের। রাজ্য রাজনীতির মঞ্চেও খুব একটা তাঁকে দেখতে পাওয়া যায়নি। গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারেও দেখা যায়নি এই পোড়খাওয়া নেতাকে। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। কারণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। তারপর রাজ্য রাজনীতিতে অনেক জল বয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, রুদ্রনীল ঘোষরা প্রাইভেট জেট চড়ে দিল্লি উড়ে গিয়েছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। তারপর তাঁরা বিজেপিতে যোগ দেন। রাজীব বন্দ্যোপাধ্যায় আগেই তৃণমূলে ফিরে গিয়েছিলেন। এবার প্রবীরও দলে ফিরছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবার তৃণমূলে ফিরছেন প্রবীর ঘোষাল।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন।
  • ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাড়েন প্রবীর ঘোষাল।
Advertisement