ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা করছে না তৃণমূল। বদলে সেদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য়ের দুই মন্ত্রী। দলীয় সূত্রে খবর, উচ্চমাধ্যমিক চলাকালীন সভা করবে না রাজ্যের শাসকদল। পরীক্ষা শেষের পর ‘তপ্ত’ সন্দেশখালিতে ৩ মার্চ সভা করতে পারে তারা।
শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত সন্দেশখালি। পথে নেমেছে এলাকার মহিলা। চলতি সপ্তাহের শুরুর দিকে এলাকায় গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেদিনই প্রতিনিধি দলে থাকা মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছিলেন, ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। কিন্তু পরবর্তী সময় সেই সিদ্ধান্ত বদল হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের কোথাও কোনও সভা করবে না বলে আগেই জানিয়েছিল তৃণমূল। তাই সন্দেশখালির সভার দিন বদল করে ৩ মার্চ করা হয়েছে বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: তিনদিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তর, জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লিতে দিলীপ-শমীক]
রবিবার সন্দেশখালির ন্যাজোট থানার সেহেরা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। রাজে্যর সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে ওই দলে থাকছেন দুই মন্ত্রী সুজিত বসু ও বীরবাহা হঁাসদা ও বিধায়ক হাজী নুরুল। স্থানীয় নেতৃত্বের কথা বলবেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সূত্রের খবর, ৩ মার্চের সভায় থাকবে উত্তর ২৪ পরগনার প্রথম সারির তৃণমূল নেতারা। থাকতে পারেন সুজিত বসু, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ দস্তিদাররা।
শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। সন্দেশখালি (Sandeshkhali) এলাকায় তাঁর অত্যন্ত প্রভাব। সেখানে মাছের ভেড়ি-সহ একাধিক ব্যবসা-বাণিজ্য করে ফুলেফেঁপে উঠেছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, সেখানে শাহজাহানের দাপটে সাধারণ মানুষজন ভীত, সন্ত্রস্ত। বিশেষত মহিলাদের উপর শাহজাহান বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এই মুহূর্তে শাহজাহান পলাতক। ইডি (ED) তাঁর খোঁজ চালাচ্ছে।