shono
Advertisement
Rachana Banerjee on Mamata Banerjee

'সাংঘাতিক কোনও খবর হবে', মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রচনার

পাঁচদিনের লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 05:46 PM Mar 23, 2025Updated: 10:49 PM Mar 23, 2025

সুমন করাতি, হুগলি: লগ্নি টানতে এ রাজ্যে গত কয়েকবছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে রাজ্য সরকার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগেই আন্তর্জাতিক বাণিজ্য মহলকে এক ছাতার নিচে শামিল করেন। পালটা মুখ্যমন্ত্রীর এই উৎসাহ এবং আন্তরিকতায় শিল্প মহলের প্রতিনিধিরা তাঁকেও আমন্ত্রণ জানান নিজেদের দেশে। সেভাবেই এবার লন্ডন সফরে (London Tour) গিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও প্রাথমিকভাবে শিল্প মহল নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। একইসঙ্গে দেখা করবেন লন্ডনের শিল্পপতিদের সঙ্গে। মঙ্গলবার সেখানে দু'দেশের প্রতিনিধিদের সঙ্গে হবে আলোচনাও। আর তাঁর এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বেশ ইঙ্গিতপূর্ণ কথা বললেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। বললেন, ''মুখ্যমন্ত্রী যখন গিয়েছেন, তখন সাংঘাতিক কোনও খবর হবে।''

Advertisement

পোলবার রক্তদান শিবিরে তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে রওনা হয়ে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পাঁচদিন একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। এবার মুখ্যমন্ত্রীর বিলেত সফরের সঙ্গী মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও রয়েছেন WBTC-এর অফিসাররা। পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে। সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। সূচি অনুযায়ী, মঙ্গলবারই শিল্প বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী।

এই সফর নিয়ে রবিবার হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান হাটতলা প্রাঙ্গনের রক্তদান শিবিরে যোগ দিতে এসে রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করলেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা এনিয়ে তাঁকে প্রশ্ন করলেন হাসিমুখে বলেন, ''খুব ভালো হবে সফর। দিদি যেখানেই থাকেন, সেখানেই ভালো হয়। এবারও হবে। দিদি যখন লন্ডন গিয়েছে, সাংঘাতিক কোনও খবর হবেই, ফিঙ্গারস ক্রসড।'' তবে কি ব্রিটেন থেকে বঙ্গের শিল্পক্ষেত্রে বড়সড় বিনিয়োগের আশা করছেন সাংসদ? যার মাধ্যমে তাঁর এলাকা সিঙ্গুরেরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন রচনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে উচ্ছ্বসিত তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
  • 'মুখ্যমন্ত্রী যখন গিয়েছেন, তখন সাংঘাতিক কোনও খবর হবে', জানালেন রচনা।
Advertisement