shono
Advertisement

ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স

রুট মার্চ করে ‘হ্যান্ড মাইক’-এ ঘোষণা করা হল, “আপনাদের ভয়ের কারণ নেই৷” The post ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Jan 25, 2017Updated: 10:44 AM Jan 25, 2017

স্টাফ রিপোর্টার: অশান্ত ভাঙড়কে স্বাভাবিক করতে এলাকায় ঢুকল পুলিশ৷ বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরির নেতৃত্বে বাহিনী ঢোকে মাঝিডাঙায়৷ সঙ্গে ছিল ব়্যাফ ও কমব্যাট ফোর্স৷ রুট মার্চ করে ‘হ্যান্ড মাইক’-এ ঘোষণা করা হয়, “আপনাদের ভয়ের কারণ নেই৷ আমরা এলাকায় আইন প্রতিষ্ঠিত করতে এসেছি৷ সবাই নিরাপদে থাকুন৷ কোনও প্ররোচনায় পা না দিয়ে পুলিশকে সাহায্য করুন৷”

Advertisement

শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

পুলিশ আসায় ভাঙড়ের পরিস্থিতি ক্রমশ শান্ত হচ্ছে৷ জনজীবন ক্রমশ স্বাভাবিক হচ্ছে৷ এদিন ভোরে মাঝিডাঙায় নকশালরা রাস্তা কেটে দেয়৷ কিন্তু গ্রামবাসীরা সকালে তা দেখে বিরক্ত হন৷ স্থানীয়রা রাস্তার কাটা জায়গায় মাটি ফেলে ঠিক করে দেন৷ স্থানীয়রাই পুলিশকে খবর পাঠান৷ সকালে বেশ কয়েকজন আইপিএস-সহ বিরাট পুলিশ বাহিনী ভাঙড়ে ঢোকে৷ স্কুল-কলেজের পড়ুয়াদেরও বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নকশালরা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে৷ গ্রামে গ্রামে গিয়ে নকশালরা আন্দোলন জারি রাখার কথা বোঝানোর চেষ্টা করছে৷ কিন্তু গ্রামবাসীদের বক্তব্য, পাওয়ার গ্রিড হবে না বলে ঘোষণা করেছে সরকার৷ তারপরেও কার বিরু‌দ্ধে আন্দোলন? কীসের আন্দোলন? মাঝিডাঙার এক বাসিন্দার কথায়, আন্দোলনের ফলে স্থানীয়দেরই ক্ষতি হচ্ছে৷ উল্লেখ্য, মঙ্গলবার এলাকায় শান্তি মিছিলও করেছে তৃণমূল৷

শিশু লোপাট-শ্লীলতাহানির গুজব ছড়াচ্ছে রাজ্যে, সতর্কবার্তা পুলিশের

গত ১৭ জানুয়ারি অগ্নিগর্ভ হয় ভাঙড়৷ প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছিল, বিদ্যুতের সাবস্টেশন গড়া হবে না৷ তা সত্বেও নকশালদের প্ররোচনায় পরিকল্পত হামলা চালানো হয় পুলিশকে লক্ষ্য করে৷ ভাঙচুর হয় পুলিশের গাড়ি৷ ইটবৃষ্টি, গুলি, আগুনে রণক্ষেত্রের চেহারা নেয় পোলেরহাট৷ গুলিতে প্রাণ হারান দুই যুবক৷ তাঁদের নাম মফিজুল আলি খান (২২) এবং আলমগির মোল্লা (২১)৷ দু’জনই ভাঙড়ের বাসিন্দা৷ ২৫ জন পুলিশ জখম হয়েছিলেন হামলায়৷ প্রশাসন সূত্রে খবর, ভাঙড়ের ঘটনা রীতিমতো পরিকল্পিত৷ এর পিছনে মাওবাদীদের যথেষ্ট ভূমিকার তথ্যও পেয়েছে গোয়েন্দা পুলিশ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে, উন্নয়নে বাধা সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ এদিন সকাল থেকেই মাছিডাঙা, কামারপাড়া ও খামারাইট এলাকায় পুলিশ টহল দেয়৷ যে সাত-আটটি পুলিশের গাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তাও তোলা হয়৷

পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়

The post ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement