shono
Advertisement

Breaking News

Dipsita Dhar

'তুমি বদল হয়ে এসো', দীপ্সিতার হয়ে শ্রীরামপুরে 'বাম রথে' রাহুল অরুণোদয়, বাদশা মৈত্ররা

‘ফিকে ঝান্ডা’য় রং ফেরাতে শ্রীরামপুরে বামপ্রার্থীর হয়ে প্রচার অভিনেতার।
Published By: Sandipta BhanjaPosted: 08:27 PM May 09, 2024Updated: 08:32 PM May 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ছিল বামেদের দাপট। স্বাধীনতার পর থেকে এই কেন্দ্রে একছত্র প্রভাব ছিল বামপন্থীদের। বাংলায় নতুন শক্তি হিসেবে তৃণমূলের উত্থানের পরই বাম শিবিরের শক্তি ক্রমশ ক্ষয় হতে হতে একেবারে তলানিতে এসে ঠেকেছে! অন্যদিকে ২০০৯-এর সালের পর শ্রীরামপুরে দক্ষিণপন্থী শক্তি বিজেপির রমরমারও বাড়বাড়ন্ত। বাংলা ‘রক্তশূন্য’ হওয়ার পাশাপাশি এখানকার লাল রংও ফিকে হয়েছে। গিয়েছে সেই রাজত্ব, রাজাও নেই! পরিত্যক্ত সেই সাম্রাজ্যেই আরেকবার লাল নিশান ওড়াতে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছেন বামপ্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। তার হয়েই এবার প্রচারের ময়দানে দেখা গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), বাদশা মৈত্রকে ।

Advertisement

রাহুল বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন। একুশের বিধানসভা ভোটের সময়েও সিপিএমের হয়ে প্রচার করেছিলেন তিনি। আবার যে কোনও ইস্যুতে তৃণমূল কিংবা বিজেপিকেও বিঁধতে ছাড়েন না। সেই অভিনেতাকেই বৃহস্পতিবার শ্রীরামপুরে দেখা গেল বামপ্রার্থী দীপ্সিতা ধরের প্রচার রথে। সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে অভিনেতা লিখলেন- "তুমি বদল হয়ে এসো"। চলতি ভোটের আবহে বিরোধী দুই শিবির যখন গ্ল্যামারাস প্রচার চালাচ্ছে রাজ্যজুড়ে, তখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গেলেন শ্রীরামপুরে দীপ্সিতার হয়ে প্রচার করতে। বুধবার হুডখোলা জিপে মাহেশের রথ থেকে বারো মন্দির ঘাট পর্যন্ত বামশিবিরের নবীন প্রজন্মের 'কভার গার্ল'-এর হয়ে জোরদার প্রচার চালালেন অভিনেতারা।

[আরও পড়ুন: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান]

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। এই কেন্দ্রে সিপিএমের মুখ দীপ্সিতা ধর। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর মূল প্রতিপক্ষ। ২০০৯, ২০১৪, ২০১৯ সালে পর পর তিনবার শ্রীরামপুরের সাংসদ নির্বাচিত হন কল্যাণ। চব্বিশের লোকসভা নির্বাচনেও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। বিদায়ী সাংসদকে হারানো যে দীপ্সিতার পক্ষে কঠিন চ্যালেঞ্জ, তা বলাই বাহুল্য। তাই তো কোমর বেঁধে প্রচারে ব্যস্ত। ফিকে হয়ে যাওয়া রঙেও আশার আলো দেখছেন তাঁরা।

[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বামপ্রার্থী দীপ্সিতা ধরের হয়ে এবার প্রচারের ময়দানে দেখা গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।
  • রাহুল বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন।
  • বুধবার হুডখোলা জিপে মাহেশের রথ থেকে বারো মন্দির ঘাট পর্যন্ত প্রচার চালান
Advertisement