shono
Advertisement
Train Cancel

বাতিল কামরূপ, সরাইঘাট-সহ ১৯টি ট্রেন, একনজরে দেখে নিন তালিকা

বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 02:53 PM Jun 17, 2024Updated: 03:00 PM Jun 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে এখনও দুর্ঘটনাগ্রস্ত লাইন ফের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে বেশ কিছুটা সময় যে লাগবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর সে কারণে বাতিল ১৯টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তনও করা হয়েছে। রেলের তরফে তালিকা প্রকাশ করা হয়েছে।
বাতিল করা হয়েছে যে ট্রেনগুলি: 
১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপাতি স্পেশাল ট্রেন
১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
০৬১০৫ নাগেরকোল জং-ডিব্রুগড় স্পেশাল
২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত
১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
১২৫০৫ কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস
১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস
২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত
১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস
১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস
১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস
১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামব্রম এক্সপ্রেস
১৩১৪৮ বামণহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, লোকসভায় বিপর্যয়ের পর আদিতেই আস্থা?]

গতিপথ বদল করা হয়েছে যে ট্রেনগুলির:

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশাল
২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।
১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওযা হয়েছে।

[আরও পড়ুন: আচমকা বিকট শব্দ, ছিটকে পড়েন সিট থেকে! অভিজ্ঞতা শোনালেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা।
  • এখনও দুর্ঘটনাগ্রস্ত লাইন ফের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে বেশ কিছুটা সময় যে লাগবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
  • সে কারণে বাতিল ১৯টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তনও করা হয়েছে।
Advertisement