shono
Advertisement
Pre-monsoon rains

বুধে দানা বাঁধবে নিম্নচাপ! সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে শুরু প্রাক বর্ষার বৃষ্টি 

বুধবার থেকে আবহাওয়া বদল।
Published By: Subhankar PatraPosted: 11:44 AM May 25, 2025Updated: 11:53 AM May 25, 2025

নিরুফা খাতুন: নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে দেশে। আগামী দু'দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বাংলায়! মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। প্রায় গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে।

Advertisement

পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দু'দিনের মধ্যে শক্তি আরও বাড়াবে এই নিম্নচাপ। তার জেরেই বুধবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে বলেই পূর্বাভাস। আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পূর্ব বর্ধমান ও বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়ের গতিবেগ কিছুটা বেশি থাকবে বলে পূর্বাভাস।

সোমবার পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ আলকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার আরও পরিবর্তন হবে। বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির দক্ষিণবঙ্গে।

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বেলায় গরম ও জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৮ মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্ধারিত সময়ে অনেক আগে বর্ষা প্রবেশ করেছে দেশে। আগামী দু'দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বাংলায়!
  • মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে অনুমান আবহবিদদের। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। প্রায় গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Advertisement