shono
Advertisement
Olive ridley turtle

গঙ্গাসাগরে ভেসে এল বিশাল বিরল প্রজাতির কচ্ছপের দেহ, দেখতে ভিড় তীর্থযাত্রীদের

দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগের পক্ষ থেকে এই প্রাণীটির দেহ উদ্ধার করা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 11:24 PM Jan 07, 2025Updated: 11:24 PM Jan 07, 2025

গৌতম ব্রহ্ম: মেলার তোড়জোড়ের মধ্যেই গঙ্গাসাগরে ভেসে এল বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ। মঙ্গলবার গঙ্গাসাগর মেলা ৪ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে বিশাল আকৃতির কচ্ছপটির দেহ দেখতে পাওয়া যায়। তীর্থযাত্রীদের মূল আকর্ষণের কেন্দ্র হয়ে যায় এই কচ্ছপটিই।

Advertisement

ছবি: পিন্টূ প্রধান।

মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগরের সমুদ্রপাড় থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কেজি মৃত কচ্ছপের দেহ। কোথায় থেকে এবং কীভাবে এদিকে এই প্রাণীটি এল, তা  স্পষ্ট হয়নি। যদিও স্থানীয়দের অনুমান, মৎস্যজীবীদের জালে জড়িয়ে গিয়েছিল এই কচ্ছপটি। সেই জালে জড়িয়ে কোনওভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কচ্ছপটির বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পরে মৎস্যজীবীর জাল থেকে বের করে সমুদ্রের তটে ছেড়ে দেয়। তারপর স্রোতে ভেসে গঙ্গাসাগর মেলা ৪ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে চলে এসেছে। তাই দেখতে গঙ্গাসাগর পুণ্যার্থীদের ভিড় ও চাঞ্চল্য।

দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগের পক্ষ থেকে এই প্রাণীটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। শীতের গোড়া থেকে এরা ভারত, বাংলাদেশ, মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে ডিম পাড়তে আসে। শীতের শেষ পর্বেই ফিরে যায়। সূত্রের খবর, প্রতি বছরই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের ট্রলারের জালে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে বেশ কিছু অলিভ রিডলের মৃত্যু ঘটে। এ ক্ষেত্রেও তেমনটাই হয়ে থাকতে পারে।

ছবি: পিন্টূ প্রধান।

রবিবারই মুড়িগঙ্গার পাড়ে ভেসে এসেছিল একটি নীল তিমি। তবে মৃত অবস্থায়। বিশাল ওই প্রাণীর দেহ পর্যটকদের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। একই ঘটনা ঘটল মঙ্গলবার অলিভ রিডলের ক্ষেত্রেও। পর পর যেভাবে মোহনায় বিরল প্রজাতির প্রাণীগুলির মৃতদেহ পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন জেলা প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলার তোড়জোড়ের মধ্যেই গঙ্গাসাগরে ভেসে এল বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ।
  • মঙ্গলবার গঙ্গাসাগর মেলা ৪ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে বিশাল আকৃতির কচ্ছপটির দেহ দেখতে পাওয়া যায়।
  • তীর্থযাত্রীদের মূল আকর্ষণের কেন্দ্র হয়ে যায় এই কচ্ছপটিই।
Advertisement