গোবিন্দ রায়, বসিরহাট: ভোট আসে। ভোট যায়। রাস্তা সংস্কার হয় না। প্রায় সাত-আট বছর ধরে একই দশা রাস্তার। তারই প্রতিবাদে এবার ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রামপঞ্চায়েতের ধরমবেড়িয়া দক্ষিণ পাড়ার ৮১ এবং ৮২ নম্বর বুথের ভোটাররা সোমবার পথ অবরোধও করেন।
গ্রামবাসীরা জানান, ৮১ ও ৮২ নম্বর বুথে অন্তত তিন হাজার মানুষের বাস। স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত-আট বছর ধরে এলাকার রাস্তার দশা বেহাল। সংস্কারের অভাবে তা ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠছে। কোনও মুমুর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। স্কুলপড়ুয়া থেকে বয়স্ক নাগরিক বেহাল রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন। বর্ষার সময় রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে। চলাফেরাও অসম্ভব হয়ে উঠছে। জনপ্রতিনিধিদের কাছে বারবার রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশ্বাস পেয়েছেন। তবে প্রতিশ্রুতিই সার। রাস্তা সংস্কার হয়নি।
[আরও পড়ুন: ‘এত লোডশেডিং কেন?’, উত্তর খুঁজতে সটান বিদ্যুৎ ভবনে শুভেন্দু অধিকারী]
প্রতিবাদে এবার পথে ৮১ ও ৮২ নম্বর বুথের ভোটাররা। সোমবার সকালে পথ অবরোধ করেন তাঁরা। নারী-পুরুষ নির্বিশেষে সকলের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন। তাতে লেখা, “নেতা চাই না। রাস্তা চাই।” বিক্ষোভকারীরা জানান, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ভোট বয়কটের দাবিতে অনড় তাঁরা। এবার দেখার এই দুই বুথের বাসিন্দারা ভোটগ্রহণ কেন্দ্রমুখী হোন কিনা।
দেখুন ভিডিও:
