গোবিন্দ রায়, বসিরহাট: দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভোলানাথ ঘোষের ছেলে এবং তাঁর চালকের। গুরুতর জখম অবস্থায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলানাথ ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাজট থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনও অন্তর্ঘাত? ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ''দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছে।'' অভিযুক্ত ট্রাক চালক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেও দাবি বিজেপি নেত্রীর।
শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। জানা গিয়েছে, এদিন সকালে আদালতের একটি কাজে যাচ্ছিলেন তিনি। সেই সময় ন্যাজোটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার পর রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে গাড়িটি।
শুধু তাই নয়, একেবারে দুমড়েমুচড়ে যায় সেটি। জানা যায়, গাড়িতে ভোলানাথ ছাড়াও ছিলেন তাঁর ছেলে এবং চালক। দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজনই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির সামনের অংশ একেবারে কেটে বের করা হয় সবাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গুরুতর অবস্থায় দ্রুত সবাইকে হাসপাতালে পাঠানো হলেও ছেলে এবং চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।
