দেবব্রত মণ্ডল, বারুইপুর: সোনারপুরে ভয়ংকর দুর্ঘটনা। বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ছায়েম মোল্লা। বয়স ৪৫ বছর। তিনি সোনাপুরের চাকবেড়িয়ার বাসিন্দা। সকাল ১০টা নাগাদ ওই ব্যক্তি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে তাঁকে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন ছায়েম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। বাসিন্দাদের বুঝিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
উল্লেখ্য, এই প্রথম নয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় বার বার বাসের রেষারেষির ঘটনা প্রকাশ্যে এসেছে। যার পরিণতিতে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে শুধুমাত্র বাস নয়, বেপরোয়া গাড়িও কাড়ছে প্রাণ। এবিষয়ে প্রশাসনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে। 'সেফ ড্রাইভ সেফ লাইফ' কর্মসূচির প্রচার চালানো হচ্ছে জোরকদমে। তাতেও ফিরছে না হুঁশ।