shono
Advertisement

Breaking News

সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

মুখ পুড়ল পদ্মশিবিরের। The post সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Aug 11, 2018Updated: 09:23 PM Aug 11, 2018

রাজা দাস, দক্ষিণ দিনাজপুর:  একদিকে যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে তখন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য কাজের সঙ্গে নাম জড়াচ্ছে বিজেপির! দক্ষিণ দিনাজপুরের তপনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিজেপি সমর্থক বলে অভিযোগ। আক্রান্ত শিশুটির পরিবারের দাবি, দলের কর্মীকে বাঁচাতে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে তপনের দিঘিরপাড় পাড়ায়।

Advertisement

[ চন্দ্রকোনায় ৫ তৃণমূল কর্মীকে কোপ, ধৃত বিজেপি নেতা-সহ ২]

ঘটনার সূত্রপাত শুক্রবার। আক্রান্ত শিশুটি স্থানীয় বেসরকারি নার্সারি স্কুলের পড়ুয়া। ঘটনার দিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে তাকে গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছিলেন শিশুটির মা। পরিবারের লোকেদের দাবি, মাঝপথে শিশুটির সঙ্গে দেখা হয় প্রহ্লাদ বর্মন নামে এক যুবকের। প্রহ্লাদ তপনের দিঘিরপাড় পাড়ার গ্রামেই থাকে। তাকে চিনত শিশুটি। তাই প্রহ্লাদ ডাকলে, সে তার কাছে চলে যায়। এরপর শিশুটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুর চিৎকার শুনে যখন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে পালিয়েছে অভিযুক্ত। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তপন গ্রামীণ হাসপাতালে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রহ্লাদ বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আবার বিজেপি সমর্থক বলে অভিযোগ। পরিবারের লোকেদের দাবি, দলের সমর্থককে বাঁচাতে বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন বিজেপির স্থানীয় নেতারা। যদিও শেষপর্যন্ত থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

[ প্রেমের ফাঁদে জড়িয়ে আদিবাসী নাবালিকাকে ‘গণধর্ষণ’]

The post সাত বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement