shono
Advertisement

Breaking News

Anupam Hazra: অনুপমের সভামঞ্চ ভাঙচুর বিজেপির! গেরুয়া শিবিরের গৃহযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

স্থানীয় বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার অনুষ্ঠানের কথা জানতেনই না।
Posted: 04:50 PM Nov 08, 2023Updated: 05:41 PM Nov 08, 2023

নন্দন দত্ত, বীরভূম: কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। বীরভূমের খয়রাশোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। অনুপম পৌঁছনোর আগে অস্থায়ী মঞ্চে জোর ভাঙচুর। বিজেপি নেতা-কর্মীদের একাংশ এই কাজ করেছে বলে অভিযোগ।

Advertisement

বুধবার বীরভূমে অনুপম হাজরার দুটি অনুষ্ঠান ছিল। একটি বীরভূমের রামপুরহাটের ১২ নম্বর ওয়ার্ডে। সেই অনুষ্ঠানে মন্তব্য রাখছিলেন কেন্দ্রীয় সম্পাদক। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের তুলোধোনা করছিলেন তিনি। ঠিক সেই সময় খয়রাশোলে ধুন্ধুমার। সেখানে একটি ট্রাক্টরে অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছিল। ওই সভামঞ্চে ব্যাপক ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা দেয় চেয়ারও।

[আরও পড়ুন: ‘আমাদের দলেও কিছু কুলাঙ্গার আছে’, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিশানায় পার্থ-অনুব্রত-জ্যোতিপ্রিয়?]

বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গণেশ ঘোষের দাবি, বিজেপির শত্রু বিজেপিই। বর্তমান জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। স্থানীয় পঞ্চায়েত সদস্য মণ্টু ঘোষ স্বীকার করে নিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বিজেপির একাংশই যে এই কাজ করেছে, তা জানিয়েছেন তিনি।

তবে গৃহযুদ্ধের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে অনুপম হাজরা। সাধারণ নেতা-কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভের ফলেই আন্দোলন বলেই জানান তিনি। প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেন অনুপম। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় সম্পাদক।

[আরও পড়ুন: ১০০ দিনের প্রকল্পে পুরুলিয়ায় ছাঁটাই ৫ লক্ষ, মৃত হিসেবে বাদ পড়লেন জীবিতরাও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার