shono
Advertisement

রাজ্যের ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে SUCI, সিপিএমকে দুষে বৃহত্তর বাম ঐক্যের ডাক

বাম-কংগ্রেস এখনও জোট জট নিয়ে দোটানায়।
Posted: 11:19 AM Mar 14, 2024Updated: 12:25 PM Mar 14, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। দিন ঘোষণার আগেই ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ২০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাম-কংগ্রেস এখনও জোট-জট নিয়ে দোটানায়। ফলে দুই দলেরই প্রার্থী তালিকা প্রকাশ কার্যত বিশবাঁও জলে। এর মাঝেই ৪২ আসনে প্রার্থী দেওয়ার পথে এসইউসিআই। সিপিএম, সিপিআইকে দুষে বৃহত্তর বাম ঐক্যের ডাক দিয়েছে তারা।

Advertisement

রাজ্যের একমাত্র দল তৃণমূল যারা একসঙ্গে ৪২ আসনে প্রার্থী দিয়েছে। এর পর দ্বিতীয় দল হিসেবে এসইউসিআই রাজ্যের সব আসনে প্রার্থী দিচ্ছে। সারা বছর নানা রকম আন্দোলনের কথা বলে ভেসে থাকার চেষ্টা করলেও ভোটের মুখে এসে প্রার্থী দিতে চুল ছিড়তে হচ্ছে বামফ্রন্টকে। তথৈবচ অবস্থা কংগ্রেসের। তারা শ্যাম রাখবে না কূল রাখবে, তাই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, ফলে বাম-কং জোটও ঘেঁটে ঘ! বিজেপি বুক ফুলিয়ে প্রচার করলেও তারাও এখনও ৪২ আসনে প্রার্থী দিতে পারেনি। অথচ এই তিন দলের চেয়ে ‘ছোট’ দল এসইউসিআই ৪২ আসনেই প্রার্থী দিতে চলেছে। তারা একাই লড়াই করবে। 

[আরও পড়ুন: ‘টাকা নেই, ভোটে লড়ব কীভাবে’, বলছেন আয়কর হানায় জেরবার কংগ্রেস সভাপতি]

এ প্রসঙ্গে বলতে গিয়ে এসইউসিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “সিপিএম সবসময় কংগ্রেসের সঙ্গে থাকতে চায়। তারাই বৃহত্তর বাম ঐক্যের উপর আঘাত হানছে। ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।” একইসঙ্গে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটকেও তোপ দেগেছেন তিনি। এসইউসিআইয়ের দাবি, সিপিএম মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, আইএসএফের মতো দলের সঙ্গে জোট করছে। যা এসইউসিআইয়ের আপত্তির অন্যতম কারণ। 

[আরও পড়ুন: রাজ্যপালের মুখেও ‘মোদিজি কি গ্যারান্টি’! ‘বিজেপির লোক’ খোঁচা তৃণমূলের

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার