shono
Advertisement

প্রাণঘাতী অস্ত্র নিয়ে সীমান্তে প্রবেশ! বিএসএফের গুলিতে নিহত সন্দেহভাজন বাংলাদেশি

১৫-২০ জনের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করে বলে বিএসএফ সূত্রে খবর।
Posted: 02:10 PM Jun 05, 2023Updated: 02:19 PM Jun 05, 2023

বিক্রম রায়, কোচবিহার: প্রাণঘাতী অস্ত্র নিয়ে রাতের আঁধারে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। গোপন সূত্রে খবর পেয়ে অনুপ্রবেশ রোখার জন্য বিএসএফ (BSF) গুলি চালালে মৃত্যু হয় সন্দেহভাজন বাংলাদেশির (Bangladeshi)। কোচবিহারের সীমান্ত এলাকা মেখলিগঞ্জের কাছে রবিবার গভীর রাতের ঘটনার পর ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের তদন্ত হয়েছে। দেহটি উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে টহলদারি আরও বেড়েছে। বিএসএফের অনুমান, দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে পালিয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, রাত ২.১৫ নাগাদ মেখলিগঞ্জের (Mekhliganj) জামালদহ সীমান্ত চৌকিতে টহল দেওয়ার সময় জওয়ানদের চোখে পড়ে, অন্তত ১৫-২০ সশস্ত্র অনুপ্রবেশকারীকে বাংলাদেশের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেখেন। সঙ্গে সঙ্গে আটকানোর চেষ্টা করেন জওয়ানরা। বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা (Attack) চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পালটা গুলি চালান বিএসএফ জওয়ানরা। তাতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। তার দেহ উদ্ধার হয় সীমান্তঘেঁষা কাঁটাতারের কাছেই। প্রাথমিক অনুমান, নিহত দুষ্কৃতী বাংলাদেশি।

[আরও পড়ুন: প্রয়াত গুফি পেন্টাল, চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’]

মেখলিগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রাথমিক কাজ (Magisterial inquest) শেষ হয়েছে। বিস্তারিত পরীক্ষানিরীক্ষার জন্য মাথাভাঙার হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে এবং বাংলাদেশি নাগরিক বলে প্রমাণ মিললে দেহ তুলে দেওয়া হতে পারে বিজিবি’র (BGB)হাতে। এই প্রথম নয়, এর আগে কোচবিহার সীমান্তে গরু চোর সন্দেহে একাধিক যুবকের মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। এবার সন্দেহভাজন বাংলাদেশির মৃত্যু হল।

[আরও পড়ুন: Abhishek Banerjee: বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধা, অভিষেকপত্নী রুজিরাকে আটকাল অভিবাসন দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement