শান্তনু কর, জলপাইগুড়ি: অতিরিক্ত ঋণের বোঝায় আত্মহত্যা নাকি অন্য কিছু? জলপাইগুড়ির সুহৃদ লেনে রাস্তা থেকে প্রাথমিক শিক্ষকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহত গুঞ্জন সরকার, কোচবিহারের জামালদহের বাসিন্দা। দীর্ঘদিন থেকে জলপাইগুড়িতেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সঙ্গে থাকতেন স্ত্রী ও সন্তান। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ফ্ল্যাটের পাশেই সুহৃদ লেন এলাকায় রাস্তার উপর তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মাথার পিছনে স্পষ্ট আঘাতের চিহ্ন। শিক্ষকের স্ত্রী তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে যান। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: নবম-দশমের চাকরি বাতিল নিয়ে SSC-র ভূমিকায় অসন্তুষ্ট, ফের রিপোর্ট চাইল হাই কোর্ট]
সূত্রের খবর, গুঞ্জন সরকারের প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। সেই ধার শোধ করতে পারছিলেন না তিনি। পাওনাদারদের চাপে মানসিক চাপে ছিলেন। তার জেরে তিনি ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও মৃতের দাদার দাবি, ধারদেনার বিষয়ে কিছুই জানা নেই তাঁর। এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বলেই অনুমান তাঁর। পুলিশি তদন্তের দাবি জানান মৃতের পরিবারের লোকজন।