সন্দীপ চক্রবর্তী: চা শ্রমিকদের বোনাসের দাবি আদায়ে সফল বিনয় তামাং। তাঁর দাবি মেনে পাহাড়ের চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে রাজি হল মালিকপক্ষ। শুক্রবার মালিক-শ্রমিক সবপক্ষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ শতাংশ বোনাসের দাবিতে গত ৬ অক্টোবর থেকে অনশনে বসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং। লাগাতার অনশনে অসুস্থও হয়ে পড়েন তিনি। তবে শুক্রবার দাবিপূরণ হওয়ায় খুশি বিনয় তামাং।
[আরও পড়ুন: অষ্টমীতে প্রথম দেখা, চার ঘণ্টায় বিয়ে! দম্পতির হানিমুনের প্ল্যানেও দারুণ চমক]
বোনাসের দাবিতে পুজোর আগে থেকেই উত্তেজনা ছড়ায় দার্জিলিংয়ে। তরাই ও ডুয়ার্সের শ্রমিকরা বোনাস পেয়েছেন ঠিকই। তবে পাহাড়ের ৮৭টি চা বাগানের ৮০ হাজার শ্রমিক পুজোর সময় বোনাস পাননি। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন চা বাগান শ্রমিকরা। চা বাগানগুলির সামনে বিক্ষোভও দেখান তাঁরা। যার জেরে ঠিক পুজোর মুখেই মালবাজারের সাইলি চা বাগান বন্ধ করে দেয় মালিকপক্ষ। পঞ্চমীর দিন আচমকাই কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। এমনকী, ম্যানেজারও বাগান ছেড়ে চলে যান।
এই পরিস্থিতিতেই চা শ্রমিকদের পাশে এসে দাঁড়ান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। গত ৬ অক্টোবর থেকে ২০ শতাংশ বোনাসের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার ত্রিপাক্ষিক বৈঠক হয়। তাতেই জট কাটে। চা বাগানগুলির মালিকপক্ষ শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দিতে রাজি হয়ে যায়।
[আরও পড়ুন: সংসারে অর্থসংকট, স্ত্রীকে খুনের পর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী]
পুজো কেটে গিয়েছে ঠিকই। তবে টানা বেশ কয়েকদিনের আন্দোলনের পর দাবিপূরণ হওয়ায় মুখের হাসি চওড়া হয়েছে চা বাগানের শ্রমিকদের। খুশি হয়েছেন বিনয় তামাংও। তবে টানা অনশনের জেরে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকদের মতে, প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোচ্ছে তাঁর। তাই অবিলম্বে সঠিক চিকিৎসার প্রয়োজন। শনিবার চিকিৎসা করাতে কলকাতায় আসছেন বিনয় তামাং।
The post অনশনে সফল বিনয় তামাং, বোনাসের দাবি মিটল চা শ্রমিকদের appeared first on Sangbad Pratidin.
